

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র লড়াইয়ে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকলেও যথেষ্ট সতর্ক রয়েছে বার্সেলোনা।
ভারতীয় সময় রাত ১১টা ১৫মিনিটে শুরু হবে ম্যাচ। শেষ ৮-এ ওঠার জন্য এই ম্যাচ ড্র করলেই চলবে বার্সার। কিন্তু বেনফিকাকে হারিয়েই পরের রাউন্ডে যেতে মরিয়া ইয়ামালরা। প্রথম লেগে ১-০ গোলের লিড থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট নয় বলেই মনে করছেন বার্সার ফুটবলাররা।
প্রথম লেগে বেনফিকার কাছে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছিল বার্সেলোনাকে। গোটা ম্যাচেই দাপট ছিল পর্তুগালের ক্লাবটির। অবশেষে ৬১ মিনিটে রাফিনহার গোলে জয় ছিনিয়ে নেয় বার্সা।
উল্লেখ্য, মোট ১১বার বার্সেলোনা এবং বেনফিকা মুখোমুখি হয়েছে। যার মধ্যে বার্সা জিতেছে ৫ বার। ২ বার জয়ী হয়েছে বেনফিকা এবং ৪টি ম্যাচ ড্র হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার মধ্যরাতে লিভারপুলের বিরুদ্ধে খেলবে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে লিভারপুল। ফেয়েনুর্ড নামবে ২-০ গোলে এগিয়ে থাকা ইন্টার মিলানের বিরুদ্ধে। ৩-০ গোলে এগিয়ে থেকে বায়ার্ন মিউনিখ খেলবে লেভারকুসেনের বিরুদ্ধে। এলওএসসি খেলবে ডর্টমুন্ডের বিরুদ্ধে (১-১)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন