
এবার বার্সা ঝড়ে উড়ে গেল রিয়াল বেতিস। কোপা দেল রে-র প্রি-কোয়ার্টার ফাইনালে বেতিসকে ৫-১ গোলে হারিয়ে শেষ ৮-এ উঠলো বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে নিজেদের ১৫তম সুপার কাপ জেতে বার্সা। সেই জয়ের ধারা বজায় থাকলো কোপা দেল রে-র নকআউট পর্বেও।
ম্যাচর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। ৩ মিনিটের মাথায় গাভির গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্ট। ২৭ মিনিটে গোল করেন কুন্ডে। প্রথমার্ধে আরও অনেক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেননি ইয়ামালরা। প্রথম ৪৫ মিনিট শেষ হয় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই ধরণের খেলতে থাকে বার্সেলোনা। ৫৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। ৬৭ মিনিটে ফেরান তোরেস আরও ব্যবধান বাড়ান। বার্সার হয়ে শেষ গোলটি করেন 'ওয়ান্ডার কিড' লামিনে ইয়ামাল। ইয়ামালের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়। পরে যদিও অফসাইড পর্যবেক্ষণ করে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেতিস। পেনাল্টি থেকে গোল করেন ভিটর রোক।
এই জয়ের ফলে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। ইতিমধ্যেই বার্সেলোনা সহ ভ্যালেন্সিয়া, লিগান্স, গেটাফে, অ্যাটলেটিকো মাদ্রিদ এই ৫টি ক্লাব শেষ আটে উঠেছে। বাকি রয়েছে ৩টি ক্লাব। আজ মধ্যরাতে শেষ ৩ ক্লাব নিশ্চিত হবে। ওসাসুনার বিরুদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিক ক্লাব, রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে নামবে রায়ো ভ্যালেকানো এবং রিয়াল মাদ্রিদ খেলবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। আগামী ২০ জানুয়ারি কোপা দেল রে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন