Copa Del Rey: জয়ের ধারা অব্যাহত, রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে কোপা দেল রে-র শেষ আটে বার্সা

People's Reporter: ম্যাচর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। ৩ মিনিটের মাথায় গাভির গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্ট।
লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামালছবি - বার্সেলোনার ফেসবুক পেজ
Published on

এবার বার্সা ঝড়ে উড়ে গেল রিয়াল বেতিস। কোপা দেল রে-র প্রি-কোয়ার্টার ফাইনালে বেতিসকে ৫-১ গোলে হারিয়ে শেষ ৮-এ উঠলো বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে নিজেদের ১৫তম সুপার কাপ জেতে বার্সা। সেই জয়ের ধারা বজায় থাকলো কোপা দেল রে-র নকআউট পর্বেও।

ম্যাচর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। ৩ মিনিটের মাথায় গাভির গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্ট। ২৭ মিনিটে গোল করেন কুন্ডে। প্রথমার্ধে আরও অনেক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেননি ইয়ামালরা। প্রথম ৪৫ মিনিট শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই ধরণের খেলতে থাকে বার্সেলোনা। ৫৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। ৬৭ মিনিটে ফেরান তোরেস আরও ব্যবধান বাড়ান। বার্সার হয়ে শেষ গোলটি করেন 'ওয়ান্ডার কিড' লামিনে ইয়ামাল। ইয়ামালের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়। পরে যদিও অফসাইড পর্যবেক্ষণ করে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেতিস। পেনাল্টি থেকে গোল করেন ভিটর রোক।

এই জয়ের ফলে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। ইতিমধ্যেই বার্সেলোনা সহ ভ্যালেন্সিয়া, লিগান্স, গেটাফে, অ্যাটলেটিকো মাদ্রিদ এই ৫টি ক্লাব শেষ আটে উঠেছে। বাকি রয়েছে ৩টি ক্লাব। আজ মধ্যরাতে শেষ ৩ ক্লাব নিশ্চিত হবে। ওসাসুনার বিরুদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিক ক্লাব, রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে নামবে রায়ো ভ্যালেকানো এবং রিয়াল মাদ্রিদ খেলবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। আগামী ২০ জানুয়ারি কোপা দেল রে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

লামিনে ইয়ামাল
Smriti Mandhana: ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার!
লামিনে ইয়ামাল
East Bengal: রেফারি নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in