
শনিবার মধ্যরাতে কোপা দেল রে-র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তার আগে রিয়ালের অভিযোগের কারণে সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেললেন ম্যাচ রেফারি দে বুরগোস বেঙ্গোএচেয়া। তাঁর বিরুদ্ধে খারাপ রেফারিং-র অভিযোগ তোলে রিয়াল।
কোপা দেল রে-র ফাইনালে রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। তবে তারা ফাইনালে বার্সার বিপক্ষে খেলবে বলেই জানিয়েছে। চলতি সপ্তাহেই রিয়াল মাদ্রিদ টিভি একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছিল খুবই বাজে রেফারিং করছেন দে বুরগোস বেঙ্গোএচেয়া। এমনকি এই রেফারিকে পরিবর্তনেরও দাবি তুলেছিল রিয়াল। তবে সেই দাবি খারিজ করা হয়েছে।
যা নিয়ে সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেলেন বুরগোস। তিনি বলেন, "যখন আপনার ছেলে স্কুল থেকে ফিরে আসে এবং অন্যান্য বাচ্চারা তাকে বলে যে তার বাবা একজন চোর, তখন এটি সত্যিই কঠিন। আমাদের এইভাবে অপমান করার তাদের কোনও অধিকার নেই। কোনো পদক্ষেপ নেওয়ার আগে সকলেরই চিন্তা করা উচিত তাঁরা কী করতে যাচ্ছেন?"
রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনা করেছেন ফাইনাল ম্যাচের VAR-র দায়িত্ব পাওয়া পাবলো গঞ্জালেজ ফুয়েন্তেস। তিনি বলেন, "আমার মনে হচ্ছে সমাজমাধ্যমে এইসব কিছু করা হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত একটি লাইকের জন্য। আমরা ফুটবল খেলোয়াড়দের এমন কর্মকাণ্ড দেখতে পাচ্ছি যা ইঙ্গিত দেয় যে আমরা অসৎ। আমাদের এই ধরণের পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং একটি স্বাস্থ্যকর ও স্বচ্ছ ফুটবলে ফিরে যেতে হবে"।
উল্লেখ্য, ভারতীয় সময় আজ মধ্যরাতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে নামার আগে কিছুটা চাপে মাদ্রিদ। কারণ চোটের কারণে দলে পাওয়া যাবে না কামাভিঙ্গাকে। পাশাপাশি এমবাপ্পেরও চোট রয়েছে।
১১ বছর পর কোপা দেল রে-র ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা এবং মাদ্রিদ। শেষবার ২০১৩-১৪ মরসুমে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাদ্রিদ।
কোপা দেল রে-র সবথেকে সফল ক্লাব হচ্ছে বার্সেলোনা। মোট ৪২ বার ফাইনালে উঠেছে তারা। যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ৩১ বার। রানার্স হয়েছে ১১ বার। অ্যাটলেটিকো বিলবাও ৪০ বারের মধ্যে ২৪ বার জয়ী এবং ১৬ বার পরাজিত হয়েছে। রিয়াল মাদ্রিদ ৪০ বারের মধ্যে ২০ বার চ্যাম্পিয়ন এবং ২০ বার রানার্স হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন