বাবর আজম
বাবর আজমফাইল ছবি

Babar Azam: কোহলিকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান বাবর আজমের!

People's Reporter: ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য বাবরের দরকার ছিল মাত্র ১০ রান। এদিন ৩৪ বল খেলে ২৯ রানে আউট হয়ে যান তিনি।
Published on

একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে টপকে যৌথভাবে দ্রুততম ৬০০০ রান পূরণ করলেন পাক তারকা বাবর আজম। পাশাপাশি প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১২৬ ম্যাচে ১২৩ ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রেকর্ড গড়লেন পাক ব্যাটার বাবর আজম। শুক্রবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নজির গড়েন বাবর। ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য তাঁর দরকার ছিল মাত্র ১০ রান। এদিন ৩৪ বল খেলে ২৯ রানে আউট হয়ে যান তিনি। এই রানের সাথে সাথেই দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার সঙ্গে একদিনের ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ৬০০০ রানের মালিক হলেন তিনি। দু'জনেই ১২৬ ম্যাচে ১২৩ ইনিংসে নজির গড়েছেন। এছাড়া প্রথম পাক ব্যাটার হিসেবেও দ্রুততম ৬ হাজার রানের মালিক হলেন তিনি।

বিরাট কোহলি ১৪৪ ম্যাচে ১৩৬ ইনিংসে ৬০০০ রান পূরণ করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তিনি ১৪৬ ম্যাচে ১৩৯ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন। এরপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনিও ১৩৯ ইনিংসে ৬ হাজার রান করেছিলেন। তার পরে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তিনি ১৪০ ইনিংসে এই নজির গড়েছিলেন।

উল্লেখ্য, ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে নিউজিল্যান্ড।

বাবর আজম
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ ধাঁধানো পুরস্কার মূল্য ICC-র! জয়ী দল কত পাবে জানেন?
বাবর আজম
Champions Trophy 25: 'চ্যাম্পিয়ন হতে যাচ্ছি' - চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 'গর্জন' বাংলাদেশ অধিনায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in