ICC World Cup 23: প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে নেই এই তারকা!

সবচেয়ে আশচর্যের বিষয় হলো ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি মার্নাস লাবুসেনকে। কারণ অভিষেক হওয়ার পর থেকে অজি দলের নিয়মিত সদস্য ছিলেন।
১৮ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
১৮ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ারছবি - ক্রিকেট অস্ট্রেলিয়ার ট্যুইটার
Published on

আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। তবে এই দল চূড়ান্ত নয়। প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছে। ট্যুইটারে ১৮ সদস্যের স্কোয়াডের খবর প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াই প্রথম দল যারা বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো। সবচেয়ে আশচর্যের বিষয় হলো ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি মার্নাস লাবুসেনকে। অভিষেক হওয়ার পর থেকে অজি দলের নিয়মিত সদস্য ছিলেন লাবুসেন। ২০২০ সাল থেকে ৩৮টি ম্যাচের মধ্যে ৩০টি ম্যাচে খেলেছেন তিনি।

আবার আনক্যাপড লেগ স্পিনার তানভীর সঙ্ঘ এবং অনভিজ্ঞ অল রাউন্ডার অ্যারন হার্ডিকে বিশ্বকাপ স্কোয়াডে রেখে চমক দিয়েছে অস্ট্রেলিয়া। ১৮ জনের স্কোয়াড ঘোষণা হলেও ১৫ জন সদস্য বিশ্বকাপের জন্য সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'প্যাট কামিন্সের বাম হাতের কবজিতে চোট রয়েছে। তবে বিশ্বকাপের আগেই সেটা আশা করছি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগেও অনেকগুলি ম্যাচ খেলতে পারবে কামিন্স। ফলে ভালো প্রস্তুতিও হয়ে যাবে'।

পাশাপাশি নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য আত্মবিশ্বাসী বেইলি। তিনি বলেন, 'স্কোয়াডে অনেকেই দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়। যা একটি বিশ্বকাপের জন্য যথেষ্ট'। তাই ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালের পর ২০২৩ বিশ্বকাপ নিজেদের নামে করতে মরিয়া অজিরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড - প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল এবং তানভীর সঙ্ঘ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এই স্কোয়াডই বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাথে সিরিজ খেলবে। নিজেদের শক্তি বোঝানোর সেরা মঞ্চ হিসেবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বেছে নিয়েছে অজিরা।

১৮ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Durand Cup: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সতর্ক বাগান কোচ
১৮ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
কালীপুজোর দিন ইংল্যান্ড -পাকিস্তান ম্যাচ ইডেনে, বোর্ডের কাছে সূচি বদলের আবেদন সিএবির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in