কালীপুজোর দিন ইংল্যান্ড -পাকিস্তান ম্যাচ ইডেনে, বোর্ডের কাছে সূচি বদলের আবেদন সিএবির

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, আশা করছি বোর্ড আমাদের অনুরোধ রাখবে। গত কয়েক মাসে বোর্ডের অনেক সাহায্য পেয়েছি। এবারও সাহায্য করবে, সেই আশা রাখছি।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

আগামী ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফায়ার ১ এবং বাংলাদেশের মধ্যে ২৮ অক্টোবর ইডেন তার প্রথম ম্যাচের আয়োজন করবে। তারপরে ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ। ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান এবং ১৬ নভেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে। তবে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের দিন আছে কালীপুজো। সেদিন পুলিশি নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে।

সূত্রের খবর, সেই কারণে বিসিসিআইয়ের কাছে সেই ম্যাচের দিন পরিবর্তন করার অনুরোধ করবেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যেভাবে নবরাত্রির জন্য ১৫ নভেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে (এখনও চূড়ান্ত নয়)। শনিবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আশা করছি বোর্ড আমাদের অনুরোধ রাখবে। গত কয়েক মাসে বোর্ডের অনেক সাহায্য পেয়েছি। এবারও সাহায্য করবে, সেই আশা রাখছি।'

শনিবার আইসিসির প্রতিনিধি দল ঘুরে দেখেছে ইডেন। প্রায় ৩ ঘন্টা ইডেন পরিদর্শন করেন আইসিসি কর্তারা। এরপর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, "আইসিসি আমাদের কাজের অগ্রগতিতে খুশি ছিল। তারা স্টেডিয়ামের প্রতিটি কোন পরিদর্শন করেছেন এবং সংস্কারের কাজ নিয়ে প্রশংসা করেছেন। তাঁরা নতুন খেলোয়াড়ের ড্রেসিংরুম, হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্স এবং সম্পন্ন হওয়া কাজ নিয়েও খুশি। সেপ্টেম্বরের সময়সীমার আগেই কাজ শেষ করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। নতুন চেহারার ইডেন গার্ডেন্স অবশ্যই দেখার মতো হবে"।

এছাড়াও সিএবি সভাপতি জানান, "স্টেডিয়ামের প্রধান ইলেকট্রনিক স্কোরবোর্ডটি একটি নতুন চেহারা পাবে এবং একটি দ্বিতীয় ইলেকট্রনিক স্কোরবোর্ডও মাঠে স্থাপন করা হবে।"

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IND VS WI: শুবমন বা ঈশান নন, 'ভারতের ভবিষ্যত লুকিয়ে' এই তরুণের মধ্যে! দাবি প্রাক্তন তারকার
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IND VS WI: শুবমন বা ঈশান নন, 'ভারতের ভবিষ্যত লুকিয়ে' এই তরুণের মধ্যে! দাবি প্রাক্তন তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in