হুয়ান ফেরান্দো
হুয়ান ফেরান্দোছবি - সংগৃহীত

Durand Cup: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সতর্ক বাগান কোচ

রবিবার হুয়ান জানান, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ এসেছে পঞ্জাব এফসি। ওদের আক্রমণভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কিছু ম্যাচ দেখেছি, তবে এবারের দলটা সম্পূর্ণ অচেনা।

বাংলাদেশের সেনাবাহিনীর দলকে ৫-০ গোলে পরাজিত করে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার গত আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচে কিশোর ভারতীতে নামছে মোহনবাগান। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ যোগ্যতা অর্জন করেছে পঞ্জাব এফসি।

বাস্তব রায় থাকলেও সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে কোচের হট সিটে দেখা যাবে হুয়ান ফেরান্দোকে। সহকারীর ভূমিকা পালন করবেন বাস্তব।

কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ মিলিয়ে পাঁচ দিন তিনটি ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুনকে। ফলে পঞ্জাব এফসি’র বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনার চিন্তা ভাবনা রয়েছে হুয়ানের। সবুজ-মেরুন সূত্রে খবর, নিজেদের দ্বিতীয় ম্যাচে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে প্রথম একাদশে খেলাতে চলেছে তারা।

রবিবার হুয়ান জানান, "আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ এসেছে পঞ্জাব এফসি। ওদের আক্রমণভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কিছু ম্যাচ দেখেছি, তবে এবারের দলটা সম্পূর্ণ অচেনা। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবো"।

তিনি আরও বলেন, আমাদের টিমের জুনিয়র ফুটবলাররা খুব ভালো খেলছে। ৭টা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব দলটাকে বেশ ভালোভাবে তৈরি করেছেন। এর জন্য ওনাকে কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। এই টিমটার বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। ওদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলারদের রেখে দল নামাব। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠে আমরা অনেক দিন খেলিনি। স্টেডিয়াম ও মাঠের অবস্থা কেমন তা বুঝতে পারব মাঠে নামলে। সামনেই ডার্বি রয়েছে। তার ৪ দিন পর এএফসি কাপ। তাই কোনও ঝুঁকি নিতে চাই না।

হুয়ান ফেরান্দো
CFL: একাধিক সুযোগ নষ্ট ইউনাইটেডের, কষ্টার্জিত জয় বাগানের
হুয়ান ফেরান্দো
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশীপে ইতিহাস! ভারতের হয়ে সোনা জয় ১৭ বছরের অদিতির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in