
ভারতের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের জন্য মিচেল মার্শের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর ফের ওয়ান ডে সিরিজের জন্য ডাক পেলেন ম্যাথু রেনশ। তবে এখনও তাঁর জাতীয় দলে অভিষেক হয়নি।
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। প্যাট কামিন্সের চোটের কারণে মিচেল মার্শকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি রেনশ ২০২২ সালে পাকিস্তান সফরে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন ব্যাকআপ হিসেবে।
গত মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রেনশ, কুইন্সল্যান্ডের হয়ে তিনি ৩৫০ রান করেছিলেন। গড় ৫০.০০। সম্প্রতি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। ৮০, ১০৬ এবং ৬২ রান করেছিলেন শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে।
জশ ইংলিস চোট থেকে সেরে টি-টোয়েন্টি দলে ফিরেছেন, একইসঙ্গে নাথান এলিসও ফিরেছেন স্কোয়াডে। তবে গ্লেন ম্যাক্সওয়েল এখনও অনুপস্থিত, নিউজিল্যান্ড সফরে তিনি চোট পান। ফলে সুস্থ হতে তাঁর এখনও সময় লাগবে।
অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, “আমরা ওয়ানডে সিরিজ ও প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছি, কারণ সিরিজের শেষ দিকে কিছু খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে টেস্ট প্রস্তুতির সুযোগ দিতে হবে।”
একদিনের সিরিজের পর ৫ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ভারত। প্রথম টি-২০ হবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর, তৃতীয় টি-২০ ম্যাচ হবে ২ নভেম্বর, চতুর্থ ম্যাচ ৬ নভেম্বর এবং পঞ্চম টি-২০ অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল (প্রথম দুটি ম্যাচের জন্য): মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচেল ওয়েন, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন