IPL 2025: ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল-র নিলামে! জানুন তাঁর পরিচয়

People's Reporter: শুক্রবারই নিলামে ওঠা ক্রিকেটারদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেই তালিকায় ৪৯১ নম্বরে নাম রয়েছে বৈভব সূর্যবংশীর।
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশীছবি - সংগৃহীত
Published on

টাটা আইপিএল ২০২৫-র নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে উঠবেন বিহারের বাঁ-হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁর বয়স ১৪ বছর। আইপিএল-র ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে উঠতে চলেছেন।

শুক্রবারই নিলামে ওঠা ক্রিকেটারদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেই তালিকায় ৪৯১ নম্বরে নাম রয়েছে বৈভব সূর্যবংশীর। আনক্যাপড প্লেয়ার বিভাগেই রয়েছেন তিনি। তাঁর নিলাম হবে ৬৮তম সেটে।

এই সূর্যবংশী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫টি। ১০ ইনিংসে রান করেচন মাত্র ১০০। সর্বাধিক রান করেন ৪১। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে সেইভাবে সাফল্য আসেনি এখনও। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ইয়ুথ টেস্টে বেশ নজর কাড়েন সূর্যবংশী। সিরিজের প্রথম টেস্টেই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসে। তিনি যে বড় মঞ্চে পারফর্ম করতে প্রস্তুত তার ইঙ্গিতও দিয়ে রাখেন শতরানের মাধ্যমে। পাশাপাশি সূর্যবংশী অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াডেরও সদস্য। আইপিএল নিলামে তাঁর রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ।

প্রসঙ্গত, আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবার ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন প্লেয়ার নিলামে ওঠার জন্য নাম রেজিস্টার করিয়েছিলেন। তার মধ্যে বাছাই করে ৫৭৪ জনের তালিকা চূড়ান্ত করেছে বিসিসিআই।

৫৭৪ জন প্লেয়ারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি রয়েছে। যার মধ্যে ৩ জন সহযোগী দেশের প্লেয়ারও রয়েছেন। ৩১৮ জন ভারতীয় আনক্যাপড এবং ১২ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার অংশ নেবেন নিলামে। ১৯৩ জন ক্যাপড বিদেশি প্লেয়ার এবং ৪৮ জন ভারতীয় ক্যাপড প্লেয়ার নিলামে উঠবেন।

মোট ৮১ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। ২৭ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস ১.৫ কোটি, ১৮ জনের মূল্য ১.২৫ কোটি, ২৩ জনের রিজার্ভ প্রাইস ১ কোটি, ৯২ জনের মূল্য ৭৫ কোটি, ৮ জনের মূল্য ৫০ লক্ষ টাকা, ৫ জনের মূল্য ৪০ লক্ষ টাকা এবং ৩২০ জন ক্রিকেটারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা।

বৈভব সূর্যবংশী
UEFA Nations League: বসনিয়া ও হার্জেগোভেনিয়াকে ৭ গোলের মালা জার্মানির, ৪ গোলে জয় নেদারল্যান্ডসের
বৈভব সূর্যবংশী
Ranji Trophy: রঞ্জিতে রুদ্ধশ্বাস জয় বাংলার, শামি-শাহবাজের দাপটে পরাজয় মধ্যপ্রদেশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in