Asian Cup Qualifiers: 'আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি খেলাই কঠিন' - হংকং-র বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারত

People's Reporter: আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বেশ চাপে রয়েছে ভারতীয় ফুটবল দল।
অনুশীলনে ভারতীয় ফুটবল দল
অনুশীলনে ভারতীয় ফুটবল দলছবি -Indian Football Team
Published on

মঙ্গলবার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে হংকং-র মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচ নিয়ে যথেষ্ট সতর্ক ভারতীয় ফুটবল দল। ম্যাচ জিতলে পুরো টিম পাবে ৪২ লক্ষ টাকা পুরস্কার। এআইএফএফ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বেশ চাপে রয়েছে ভারতীয় ফুটবল দল। আবার প্রথমবারের জন্য উজবেকিস্তান ও জর্ডন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করায় ভারতের ফুটবল দলের ভবিষ্যত নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এরই মধ্যে আজ ভারতীয় সময় বিকেল ৫.৩০-এ হংকং-র কাই তেক স্টেডিয়ামে ফিফা তালিকায় ১৫৩ নম্বরে থাকা হংকং-র বিরুদ্ধে খেলবে ১২৭ নম্বরে থাকা ভারত।

পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত। মোট ২৪ বার মুখোমুখি হয়েছে ভারত এবং হংকং। যার মধ্যে ভারত জিতেছে ৯টি ম্যাচ, হংকং জয়ী হয়েছে ৭টি ম্যাচ। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। ২৪ বারের সাক্ষাতে ভারত গোল করেছে ৪৫টি এবং হংকং গোল করেছে ৩৮টি। শেষবার ২০২২ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতায় বৃষ্টিভেজা ম্যাচে হংকং-কে ৪-০ গোলে হারিয়েছিল ভারত।

ম্যাচ প্রসঙ্গে ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন বলেন, "২০২২ সালে বেশ ভালো স্কোরলাইন ছিল। কিন্তু তারপর থেকে, হংকং অনেক বদলে গেছে। তাদের এক নতুন কোচ এবং অনেক নতুন খেলোয়াড় আছে। তাই, এটা এত সহজ হবে না এবং আপনি আত্মতুষ্ট হতে পারবেন না বা জিনিসগুলিকে হালকাভাবে নিতে পারবেন না"।

তিনি আরও বলেন, "আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি খেলাই কঠিন, বিশেষ করে বিদেশের মাটিতে। আমরা সেরা উপায়ে প্রস্তুতি নিয়েছি। আমরা সর্বোচ্চ পয়েন্টের জন্য চেষ্টা করব।"

সূত্রের খবর, এআইএফএফ-র এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ফুটবলারদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা যাচ্চছে হংকং-কে হারাতে পারলে গোটা দলকে ৪২ লক্ষ টাকা দেওয়া হবে।

অনুশীলনে ভারতীয় ফুটবল দল
MS Dhoni: ধোনি ছাড়াও আরও ১০ ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন আইসিসি ক্রিকেট হল অফ ফেম! দেখুন একনজরে
অনুশীলনে ভারতীয় ফুটবল দল
IND vs ENG: ইংল্যান্ড সিরিজে ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ! ভবিষ্যদ্বাণী প্রাক্তন অজি তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in