
এশিয়া কাপে ওমানকে ৯৩ রানে হারিয়ে ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান। টিম ইন্ডিয়াকে হারাতে মরিয়া গোটা পাকিস্তান দল।
শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬০ রান। দলের পক্ষে সর্বাধিক রান করেন মহম্মদ হারিস। তিনি ৪৩ বলে ৬৬ রান করেন। যার মধ্যে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।
জবাবে ব্যাট করতে নেমে ওমান পুরো দল মিলে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় ১৬.৪ ওভারে। পাকিস্তানের হয়ে সাইম আয়ুব, ফহিম আশরাফ ও সুফিয়ান মুকিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, তাঁর দল পরিকল্পনা মতো খেলতে পারলে ভারতসহ যে কোনো দলকে হারাতে সক্ষম। তিনি বলেন, "আমরা গত ২-৩ মাস ধরে ভালো ক্রিকেট খেলছি। যদি দীর্ঘ সময় ধরে পরিকল্পনা মতো খেলতে পারি, তাহলে ভারতকেও হারাতে পারব”।
তবে তিনি স্বীকার করেন ব্যাটিংয়ে আরও উন্নতি প্রয়োজন, যদিও বোলারদের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। তিনি জানান, “ব্যাট হাতে আরও ভালো করা দরকার। কিন্তু বোলিং অসাধারণ ছিল। শাহীন আফ্রিদি, ফহিম আশরাফ এবং তিনজন ভিন্নধর্মী স্পিনার সবাই দুর্দান্ত বল করেছে। আরব আমিরশাহীতে সাফল্যের জন্য স্পিনার দরকার, সেটাই আমাদের বাড়তি শক্তি।”
ম্যাচের সেরা মহম্মদ হারিস জানান, “আমি গত কয়েক বছর ধরেই পাকিস্তান ও পিএসএল-এ এমন ব্যাটিং করে আসছি। অধিনায়কও বলেছিলেন আক্রমণাত্মক খেলতে। সেটাই করেছি।”
এই জয়ের ফলে ভারত–পাকিস্তান লড়াইয়ের আগে পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাস আরও বাড়ল। রবিবারের ম্যাচই এশিয়া কাপে গ্রুপ পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন