IND vs AUS: একটিও ম্যাচ না খেলেই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাস্টন অ্যাগার

নাথান লিওনের পর দ্বিতীয় পছন্দের স্পিনার হিসেবে ভারত সফরে এসেছিলেন অ্যাস্টন অ্যাগার। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ঘরোয়া লীগ শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পার্থে উড়ে যাচ্ছেন তিনি।
অ্যাস্টন অ্যাগার
অ্যাস্টন অ্যাগারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

'তুরুপের তাস' হিসেবে ভারত সফরে এসেছিলেন অ্যাস্টন অ্যাগার। কিন্তু বর্ডার গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্টে দলে জায়গা হয়নি তারকা স্পিনারের। এবার শেষ দুই টেস্ট না খেলেই দেশে ফিরে যাচ্ছেন অ্যাগার। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ঘরোয়া লীগ শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পার্থে উড়ে যাচ্ছেন তিনি।

আপাতত শেফিল্ড শিল্ড ও মার্শ কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন অ্যাগার। ইন্দোর টেস্টের আগে অজি দলে কোনো নতুন ক্রিকেটার সংযোজনের খবর এখনও পর্যন্ত আসেনি। অনুমান করা হচ্ছে, টেস্ট সিরিজ না খেললেও মার্চে ওডিআই সিরিজের আগে দলে যোগ দেবেন অ্যাগার।

নাথান লিওনের পর দ্বিতীয় পছন্দের স্পিনার হিসেবে ভারত সফরে এসেছিলেন অ্যাস্টন অ্যাগার। কিন্তু নাগপুর টেস্টে লিওনের সঙ্গী হিসেবে অভিষেক ঘটে টড মুরফির। দিল্লি টেস্টে তিন স্পিনার খেলানো হলেও অ্যাগার জায়গা পাননি। সুযোগ দেওয়া হয় ম্যাথু কুনম্যানকে। তাঁর সুযোগ না পাওয়ার কারণ হিসেবে অজি নির্বাচকরা জানান, লাল বলে যেরকম বোলিং হওয়া উচিত, সেই পর্যায়ে নিজের বোলিং পৌঁছায়নি বলে মনে করছেন অ্যাগার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা মনে করেছেন, টড মুরফি তাদের নতুন আবিষ্কার। লিওনের সাথে জুটি বেঁধে ভালো প্রদর্শন করে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ২৪ টি উইকেটের মধ্যে ১৮ টি উইকেট নিয়েছেন এই জুটি। সেইসঙ্গে তাঁরা এও জানায় দিল্লিতে কুনম্যানের বল বেশ নজর কেড়েছে। দিল্লি টেস্টের পর তাই আলোচনার মাধ্যমে অ্যাগারকে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।

অ্যাস্টন অ্যাগার
রাহুলকে নিয়ে বাকযুদ্ধ থামছেই না দুই প্রাক্তনীর, আকাশ চোপড়াকে পাল্টা দিলেন ভেঙ্কটেশ প্রসাদ
অ্যাস্টন অ্যাগার
লোকেশ রাহুলকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, ইন্দোরে কি সুযোগ পাবেন তিনি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in