রাহুলকে নিয়ে বাকযুদ্ধ থামছেই না দুই প্রাক্তনীর, আকাশ চোপড়াকে পাল্টা দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

ভেঙ্কটেশ প্রসাদ বলেন, "না আকাশ, কোনও মন্তব্যই হারিয়ে যাবে না। তুমি ১২ মিনিটের ভিডিওতে আমায় এজেন্ডা ব্যবসায়ী বলেছ। সেটা তোমার বক্তব্যের সঙ্গে যায় না।
ভেঙ্কটেশ প্রসাদ ও আকাশ চোপড়া
ভেঙ্কটেশ প্রসাদ ও আকাশ চোপড়াগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

সম্প্রতি সংবাদের শিরোনামে রয়েছেন লোকেশ রাহুল। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্নও উঠছে রীতিমত। সেই রাহুলকে নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ দুই ভারতীয় প্রাক্তনীর মধ্যে। একজন হলেন ভেঙ্কটেশ প্রসাদ এবং অন্যজন আকাশ চোপড়া।

ব্যর্থতা সত্বেও টিম ইন্ডিয়ায় রাহুলের সুযোগ পাওয়া নিয়ে প্রথম সরব হন দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ভারতীয় ওপেনারের সমালোচনা করতে গিয়ে প্রসাদ বলে দেন, টিম ম্যানেজমেন্ট বারবার সুযোগ দিয়ে চলেছে রাহুলকে। তা সত্ত্বেও নিট ফল শূন্য। প্রতিভাবান ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছে না। মায়াঙ্ক, শুবমানরা দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও প্রথম একাদশের বাইরে। সরফরাজের জন্য অপেক্ষার শেষ নেই।

ভেঙ্কটেশ প্রসাদের এই মন্তব্যের পর রাহুলের হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাট ধরেন আকাশ চোপড়া। আকাশ ইউটিউবে একটি ১২ মিনিটের ভিডিওতে প্রসাদকে ‘এজেন্ডা নিয়ে ব্যবসা করেন’ বলে কটাক্ষ করেন। চালাকি করে তাঁর মন্তব্যকে টুইস্ট করা হয়েছে বলেও দাবি করেন।

আকাশ চোপড়ার এই ভিডিওর পর বেজায় চটেছেন প্রসাদ। একাধিক ট্যুইট করে আকাশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তুলোধনা করতে সামনে আনেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের বিরুদ্ধে করা আকাশ চোপড়ার পুরোনো ট্যুইট। ভেঙ্কটেশ প্রসাদ আকাশ চোপড়ার পুরনো টুইটের ছবি পোস্ট করে লিখেছেন, "তাই আমার বন্ধু আকাশ চোপড়া ইউটিউবে একটি খারাপ ভিডিয়ো করার পরে আজ সকালে আমাকে একটি এজেন্ডা পেডেল বলেছিল। সূক্ষ্মভাবে এবং চতুরভাবে আমাকে ভুল প্রমাণিত করছিলেন। ঘরের মাঠে মায়াঙ্কের ৭০ গড় সরিয়ে ফেলেন কিন্তু মাঝে মাঝে তিনি রোহিতকে দল থেকে বের করে দিতে চেয়েছিলেন।"

এর পালটা দিয়ে আবার আকাশ চোপড়া লেখেন, এত ট্যুইটে আসল বক্তব্যটাই হারিয়ে যাচ্ছে। তাই তাঁকে ইউটিউবে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান আকাশ। তবে ভেঙ্কটেশ সে প্রস্তাবে রাজি হননি। তিনি বলেন, "না আকাশ, কোনও মন্তব্যই হারিয়ে যাবে না। তুমি ১২ মিনিটের ভিডিওতে আমায় এজেন্ডা ব্যবসায়ী বলেছ। সেটা তোমার বক্তব্যের সঙ্গে যায় না। আমি টুইটারে নিজের মন্তব্য স্পষ্ট করে দিয়েছি। আর তোমার সঙ্গে বাকযুদ্ধের কোনও ইচ্ছা নেই।"

ভেঙ্কটেশ প্রসাদ ও আকাশ চোপড়া
Lionel Messi: আর মাত্র এক গোল, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় লিওনেল মেসি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in