লোকেশ রাহুলকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, ইন্দোরে কি সুযোগ পাবেন তিনি?

দ্রাবিড় বলেন, আমার মনে হয় ওর নিজের ওপর আস্থা রাখা উচিত। বিদেশের মাটিতে ও আমাদের অন্যতম সফল ওপেনার। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছে। আমাদের সমর্থন ওর সঙ্গে থাকবে।
রাহুল দ্রাবিড় এবং লোকেশ রাহুল
রাহুল দ্রাবিড় এবং লোকেশ রাহুলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

লোকেশ রাহুলের ফর্ম নিয়ে রীতিমত চিন্তায় ভারতীয় দল। একের পর এক ম্যাচে লাগাতার ব্যর্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে রান করেছেন মোট ৩৮। শেষ দুই টেস্টে সহ-অধিনায়কের পদও হারিয়েছেন। ইন্দোর টেস্টে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে লোকেশ রাহুলকে নিয়ে মুখ খুললেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় বলেন, "আমার মনে হয় ওর নিজের ওপর আস্থা রাখা উচিত। বিদেশের মাটিতে ও আমাদের অন্যতম সফল ওপেনার। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছে। আমাদের সমর্থন ওর সঙ্গে থাকবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার মতো কোয়ালিটি ও ক্লাস আছে ওর মধ্যে।"

পাশাপাশি দ্রাবিড় এও বলেছেন, "এই ধরনের পিচে খেলার সময় ব্যাটারকেই রান করার পথ খুঁজে বার করতে হবে। সবার ব্যাট করার ধরন আলাদা। রান করার ধরনও আলাদা। এক জনকে নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না। দলে আরও ক্রিকেটার রয়েছে। সবার দিকে খেয়াল রাখতে হবে। কারণ, এই সিরিজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।"

দিল্লি টেস্টের পর অধিনায়ক রোহিত, রাহুল প্রসঙ্গে বলেন, "রাহুলের ব্যাটিং নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আমরা টিম ম্যানেজমেন্ট হিসেবে সবসময় একজন ক্রিকেটারের সম্ভাবনা দেখি। শুধু কেএল বলেই নয়। অতীতেও একাধিক ক্রিকেটারের বিষয়ে এই কথা হয়েছে। কেএলের মতো সম্ভাবনাময় ক্রিকেটার আরও সময় পাবে। বিশেষত লর্ডসের ভিজে পিচে ওর ব্যাটিং ভুললে চলবে না।"

তবে কি ইন্দোরে তৃতীয় টেস্টে জায়গা পাবেন রাহুল। নাকি দুর্দান্ত ছন্দে থাকা শুবমন পাবেন সুযোগ। প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

রাহুল দ্রাবিড় এবং লোকেশ রাহুল
IND vs AUS: বড় ধাক্কা অজি শিবিরে, শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in