IND vs AUS: বড় ধাক্কা অজি শিবিরে, শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

দিল্লি টেস্টে ব্যাট করার সময় বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই চোটেই এবার বাকি দুই টেস্ট থেকে বাদ পড়লেন তিনি।
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নারছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বর্ডার-গাভাসকার ট্রফিতে এমনিতেই কোণঠাসা অস্ট্রেলিয়া। তার ওপর চোট থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের তালিকা আরও বাড়লো প্যাট কামিন্সদের। দিল্লি টেস্টে ব্যাট করার সময় বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই চোটের জেরে এবার বাকি দুই টেস্ট থেকে বাদ পড়লেন তিনি।

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বলে বাঁ-কনুইয়ে চোট পান ওয়ার্নার। এক্স-রে'তে জানা গিয়েছে, কনুইয়ে চিড় ধরেছে তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে ওয়ার্নার দেশে ফিরে আসছেন। টেস্ট সিরিজে তাঁকে আর না পাওয়া গেলেও, তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে দলে যোগ দেবেন।

আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য পেসার জস হেজেলউড। বছরের শুরুতে সিডনি টেস্টে তিনি যে চোট পেয়েছিলেন তা সারিয়ে উঠতে পারেননি তিনি। মিচেল স্টার্ককেও পাওয়া যায়নি প্রথম দুই টেস্টে। তবে অনুমান করা হচ্ছে, ইন্দোরে খেলবেন স্টার্ক। অন্যদিকে ওয়ার্নারের পরিবর্ত হিসেবে ওয়ার্নারের পরিবর্ত হিসেবে সম্ভবত নতুন কোনও ব্যাটসম্যানকে ভারতে ডেকে পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া। তার কারণ চোট সারিয়ে উঠেছেন অজি অলরাউন্ডার ক্যামেরান গ্রিন। ইন্দোরে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।

নাগপুরে ও দিল্লিতে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া দল। এই দুই টেস্টে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার। দিল্লি টেস্টে ওয়ার্নারের কনকাশন পরিবর্ত হিসেবে ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। তার আগে তিন ইনিংস মিলিয়ে ডেভিড ওয়ার্নার রান করেন মাত্র ২৬। শেষ দুই টেস্টের আগে অজি শিবির কার্যত মিনি হাসপাতাল। ইন্দোরে তাই প্রথম একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আগামী ১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

ডেভিড ওয়ার্নার
ISL ফাইনালের ভেন্যু ঘোষণা হতেই কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ ফুটবল সমর্থকদের একাংশ!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in