Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার

People's Reporter: গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, উপ মুখ্যমন্ত্রী নারারণ স্বামী এবং সাংসদ পেডিরেড্ডি মিঠুন রেড্ডির উপস্থিতিতে YSRCPতে যোগ দেন অম্বতি।
Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার
ছবি - প্রতীকী

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির YSRCP ছাড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ক্রিকেটার অম্বতি রায়ডু। তবে YSRCP ছেড়ে কোন দলে বা রাজনীতিতে আদৌ থাকবেন কিনা তা এখনও স্পষ্ট করে জানাননি তিনি।

অন্ধ্রপ্রদেশে ধাক্কা খেলো YSRCP। রাজনৈতিক ময়দানে পার্টনারশিপ ব্রেক করলেন রায়ডু। যোগদানের এক সপ্তাহ পরই দল ছাড়লেন অম্বতি রায়ডু। নিজের এক্স হ্যান্ডেলে দলত্যাগের কথা জানান তারকা ক্রিকেটার। তিনি লেখেন, "সকলকে জানাচ্ছি যে আমি YSRCP ছাড়ছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পদক্ষেপ যথাসময়ে জানাবো। ধন্যবাদ"।

প্রসঙ্গত, গত বছর জুন মাসেই অম্বতি রায়ডু YSRCP-তে যোগদানের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, "আমি মানুষের সেব করতে চাই। অন্তত ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে আমার। আমি খুব শীঘ্রই ঘোষণা করবো যে কোন প্ল্যাটফর্ম বেছে নেবো তাঁদের সেবা করার জন্য"।

তারপর গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, উপ মুখ্যমন্ত্রী নারারণ স্বামী এবং সাংসদ পেডিরেড্ডি মিঠুন রেড্ডির উপস্থিতিতে YSRCPতে যোগ দেন অম্বতি।

কিন্তু এরই মধ্যে হঠাৎ কী হলো যে দল ছাড়লেন অম্বতি? সেই প্রশ্নের উত্তর অবশ্য YSRCPও দেয়নি। তাহলে কি লোকসভা নির্বাচনে টিকিট নিয়ে কোনো জটিলতা নাকি অন্য কোনো কারণ তা নিয়েই জল্পনা চলছে।

২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতের হয়ে অভিষেক করেন রায়ডু। টি-২০ তে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। ২৯ মে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন তিনি।

Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার
ICC Test Rankings: শেষ টেস্ট জিতলেও ICC ক্রম তালিকায় শীর্ষ স্থান হারালো ভারত! প্রথমে কোন দল?
Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার
Mahendra Singh Dhoni: ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার 'ক্যাপ্টেন কুল'!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in