

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির YSRCP ছাড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ক্রিকেটার অম্বতি রায়ডু। তবে YSRCP ছেড়ে কোন দলে বা রাজনীতিতে আদৌ থাকবেন কিনা তা এখনও স্পষ্ট করে জানাননি তিনি।
অন্ধ্রপ্রদেশে ধাক্কা খেলো YSRCP। রাজনৈতিক ময়দানে পার্টনারশিপ ব্রেক করলেন রায়ডু। যোগদানের এক সপ্তাহ পরই দল ছাড়লেন অম্বতি রায়ডু। নিজের এক্স হ্যান্ডেলে দলত্যাগের কথা জানান তারকা ক্রিকেটার। তিনি লেখেন, "সকলকে জানাচ্ছি যে আমি YSRCP ছাড়ছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পদক্ষেপ যথাসময়ে জানাবো। ধন্যবাদ"।
প্রসঙ্গত, গত বছর জুন মাসেই অম্বতি রায়ডু YSRCP-তে যোগদানের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, "আমি মানুষের সেব করতে চাই। অন্তত ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে আমার। আমি খুব শীঘ্রই ঘোষণা করবো যে কোন প্ল্যাটফর্ম বেছে নেবো তাঁদের সেবা করার জন্য"।
তারপর গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, উপ মুখ্যমন্ত্রী নারারণ স্বামী এবং সাংসদ পেডিরেড্ডি মিঠুন রেড্ডির উপস্থিতিতে YSRCPতে যোগ দেন অম্বতি।
কিন্তু এরই মধ্যে হঠাৎ কী হলো যে দল ছাড়লেন অম্বতি? সেই প্রশ্নের উত্তর অবশ্য YSRCPও দেয়নি। তাহলে কি লোকসভা নির্বাচনে টিকিট নিয়ে কোনো জটিলতা নাকি অন্য কোনো কারণ তা নিয়েই জল্পনা চলছে।
২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতের হয়ে অভিষেক করেন রায়ডু। টি-২০ তে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। ২৯ মে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন