Wimbledon 2025: প্রথম রাউন্ডেই হাড্ডাহাড্ডি লড়াই! ইতালিয়ান তারকাকে হারিয়ে উচ্ছ্বসিত আলকারাজ

People's Reporter: তীব্র গরমের মধ্যে প্রায় সাড়ে চার ঘণ্টার এই প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই আলকারাজ বারবার চ্যালেঞ্জের মুখে পড়েন।
কার্লোস আলকারাজ
কার্লোস আলকারাজছবি - উইম্বলডনের ফেসবুক পেজ
Published on

উইম্বলডনের (Wimbledon 2025) প্রথম দিনেই নাটকীয় ম্যাচে বিরাট ধাক্কা সামলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। পাঁচ সেটের তীব্র লড়াইয়ে ইতালির অভিজ্ঞ টেনিস তারকা ফ্যাবিও ফগনিনিকে ৭-৫, ৬-৭ (৫-৭), ৭-৫, ২-৬ এবং ৬-১ গেমে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করলেন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা।

তীব্র গরমের মধ্যে প্রায় সাড়ে চার ঘণ্টার এই প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই আলকারাজ বারবার চ্যালেঞ্জের মুখে পড়েন। অনেকেই কার্যত এই ম্যাচকে ফাইনাল ম্যাচের সাথে তুলনা করেছেন। দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে।

প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জেতেন আলকারাজ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ফগনিনি। তিনি ৭-৬(৭-৫) ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান। ৭-৫ ব্যবধানে তৃতীয় সেট জেতেন স্প্যানিশ তারকা। চতুর্থ সেটে ফের জয়ী হন ফগনিনি। ফলাফল ছিল ৬-২। নির্ণায়ক সেটে বাজিমাত করেন আলকারাজ। দ্রুত গতির খেলায় তিনি প্রতিপক্ষকে কোণঠাসা করে দেন। ম্যাচ শেষে উল্লাসে ভেঙে পড়া আলকারাজ। ৬-১ ব্যবধানে জয়ী হন তিনি।

উল্লেখ্য, এটাই ছিল ৩৮ বছর বয়সী ফগনিনির শেষ উইম্বলডন। অভিজ্ঞতার ঝুলিতে ভর করেই তিনি জোর লড়াই করলেও হারত হল তাঁকে। ম্যাচশেষে আলকারাজ বলেন, “প্রচণ্ড গরমে খেলা সত্যিই কঠিন এবং যখন আপনি দীর্ঘ ম্যাচ, দীর্ঘ র‍্যালি খেলছেন তখন এটি আরও কঠিন হয়ে যায়। আমি আমার সেরাটা দিয়েছি, তবে আরও ভালো খেলার জায়গা আছে। পরবর্তী রাউন্ডে উন্নতি করতে চাই”।

ফ্যাবিও সম্পর্কে আলকারাজ জানান, “আমি জানি না কেন এটি তাঁর শেষ উইম্বলডন। কারণ তিনি যেভাবে খেলছেন তাতে আরও তিন বা চার বছর খেলতে পারবেন। ফ্যাবিও একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি দুঃখিত যে এটি সম্ভবত তাঁর শেষ উইম্বলডন, তবে আমি তাঁর সাথে খেলতে পেরে খুশি”।

এরপর দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হবেন ২১ বছর বয়সী ব্রিটিশ বাছাই অলিভার টারভেট। তিনি অভিষেক ম্যাচে সুইজারল্যান্ডের লিয়েন্দ্রো রিদিকে হারিয়ে সকলের নজর কেড়েছেন।

অন্যদিকে মহিলাদের সিঙ্গেলসে কানাডিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন সাবালেঙ্কা। ৬-১ এবং ৭-৫ ব্যবধানে ব্র্যান্সটাইনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভা।

কার্লোস আলকারাজ
De Villiers: কেন ৫ টেস্টের জন্য প্রস্তুত করা হল না বুমরাহকে? BCCI-র ভূমিকায় অসন্তুষ্ট ডি ভিলিয়ার্স!
কার্লোস আলকারাজ
FIFA Club World Cup: 'মেসি হারেননি, হেরেছে ইন্টার মিয়ামি' - কেন এমন বললেন প্রাক্তন তারকা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in