

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করেছে। এআইএফএফ ফুটবল হাউসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তৈরি AIFF-এর খসড়া সংবিধানকে কিছু সংশোধনী সহ অনুমোদন করেছিল। ফেডারেশনের নতুন সংবিধানের ২৫.৩ অনুচ্ছেদে বলা আছে, ফেডারেশনের কার্যকারী কমিটির সদস্য হলে তাঁকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে। রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসেবে থাকার জন্য যে কোনও একটি সংস্থাকে বেছে নিতে হবে। যদিও অনেক সদস্যই বিভিন্ন পদে যুক্ত।
কল্যাণ চৌবের কমিটি আরও ৮ মাস থাকতে পারবে ক্ষমতায়। এর ফলে ফিফা যে ৩১ অক্টোবর সময়সীমা দিয়েছে ফিফার ব্যান থেকেও বাঁচা যাবে। ২০১৭ সালে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির কাজ শুরু হয়। ২০২২ সালে তার খসড়া জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তা নিয়েই বার বার সমস্যা তৈরি হচ্ছিল।
বিচারপতিদের নির্দেশ, সংশোধনের যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, সেগুলি মেনেই নতুন সংবিধান কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ফেডারেশনের সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ফেডারেশন অন্য কোনও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে। ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী চুক্তি বা পরিকল্পনা করতে পারবেন কল্যাণ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন