AIFF: সুপ্রিম কোর্টের রায় মেনে নিল ফেডারেশন, ফিফা ব্যান থেকে বাঁচার মুখে ভারত

People's Reporter: গত ১৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তৈরি AIFF-এর খসড়া সংবিধানকে কিছু সংশোধনী সহ অনুমোদন করেছিল।
AIFF: সুপ্রিম কোর্টের রায় মেনে নিল ফেডারেশন, ফিফা ব্যান থেকে বাঁচার মুখে ভারত
ফাইল ছবি
Published on

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করেছে। এআইএফএফ ফুটবল হাউসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তৈরি AIFF-এর খসড়া সংবিধানকে কিছু সংশোধনী সহ অনুমোদন করেছিল। ফেডারেশনের নতুন সংবিধানের ২৫.৩ অনুচ্ছেদে বলা আছে, ফেডারেশনের কার্যকারী কমিটির সদস্য হলে তাঁকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে। রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসেবে থাকার জন্য যে কোনও একটি সংস্থাকে বেছে নিতে হবে। যদিও অনেক সদস্যই বিভিন্ন পদে যুক্ত।

কল্যাণ চৌবের কমিটি আরও ৮ মাস থাকতে পারবে ক্ষমতায়। এর ফলে ফিফা যে ৩১ অক্টোবর সময়সীমা দিয়েছে ফিফার ব্যান থেকেও বাঁচা যাবে। ২০১৭ সালে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির কাজ শুরু হয়। ২০২২ সালে তার খসড়া জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তা নিয়েই বার বার সমস্যা তৈরি হচ্ছিল।

বিচারপতিদের নির্দেশ, সংশোধনের যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, সেগুলি মেনেই নতুন সংবিধান কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ফেডারেশনের সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ফেডারেশন অন্য কোনও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে। ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী চুক্তি বা পরিকল্পনা করতে পারবেন কল্যাণ।

AIFF: সুপ্রিম কোর্টের রায় মেনে নিল ফেডারেশন, ফিফা ব্যান থেকে বাঁচার মুখে ভারত
FIFA World Cup 26: টেলস্টার থেকে ট্রাইওন্ডা, একনজরে ফিফা বিশ্বকাপের ফুটবল বিবর্তনের ইতিহাস
AIFF: সুপ্রিম কোর্টের রায় মেনে নিল ফেডারেশন, ফিফা ব্যান থেকে বাঁচার মুখে ভারত
IND vs WI Test: দুরন্ত ক্যাম্পবেল, ২২ বছর পর ভারতের মাটিতে সেঞ্চুরি কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in