Santosh Trophy: জম্মু ও কাশ্মীরের পর সন্তোষের মূলপর্বে তেলেঙ্গানাকে হারালো বাংলা!

People's Reporter: জয়ের পরে বাংলার কোচ বলেন, 'আমি প্রথমদিন ছেলেদের যা বলেছি পুরো টুর্নামেন্টে সেটাই বলছি বাড়তি চাপ নেবে না। ধাপে ধাপে এগোবে। নিজেদের ট্যালেন্ট এর মর্যাদা দেবে।'
জয়ের পর বাংলা দল
জয়ের পর বাংলা দলছবি - সংগৃহীত
Published on

জম্মু কাশ্মীরের পরে এবারে তেলেঙ্গানার বিরুদ্ধেও সন্তোষ ট্রফির মূলপর্বে দাপুটে জয় পেলো বাংলা। ম্যাচের ফলাফল ৩-০। সোমবার নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করলেন আর একটি গোল করলেন রবি হাঁসদা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো বাংলার। তবে তেলেঙ্গানার মাঠে তাঁদের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ ছিল না। কিন্তু সঞ্জয় সেনের ছেলেরা বেশ আক্রমণ নির্ভর ফুটবলই খেললেন। গত ম্যাচে জম্মু ও কাশ্মীরকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলা।

আগামী ১৮ তারিখ বাংলার প্রতিপক্ষ রাজস্থান। যারা বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ১৮ তারিখ জিতলেই বাংলার শেষ আটে যাওয়া একপ্রকার নিশ্চিত। তবে ধাপে ধাপে এগোতে চান বাংলার কোচ সঞ্জয় সেন।

এদিন জয়ের পরে বাংলার কোচ বলেন, 'আমি প্রথমদিন ছেলেদের যা বলেছি পুরো টুর্নামেন্টে সেটাই বলছি বাড়তি চাপ নেবে না। ধাপে ধাপে এগোবে। নিজেদের ট্যালেন্টের মর্যাদা দেবে।'

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, 'সত্যি ভালো লাগছে। এই ম্যাচটা আমাদের কাছে কঠিন ছিলো। অন্তত কাগজে কলমে। কিন্ত ফুটবলটা মাঠে হয়।' ২০১৭ সালের পরে আর বাংলায় সন্তোষ আসেনি। এবারে সেই প্রতীক্ষায় বাংলার ফুটবলপ্রেমীরা।

জয়ের পর বাংলা দল
Shakib Al Hasan: ইসিবির পর সাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি ICC-র! বিপাকে বাংলাদেশ
জয়ের পর বাংলা দল
ISL 2024-25: ভারতীয় ফুটবলে বর্ণবিদ্বেষের আঁচ! ব্রাজিলিয়ান ফুটবলারের পাশে দাঁড়িয়ে সরব ওড়িশা এফসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in