Asia Cup 2025: এশিয়া কাপ থেকে বিদায় আগফানদের, শেষ চারে শ্রীলঙ্কা-বাংলাদেশ

People's Reporter: এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ছয় উইকেটের জয় তুলে নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে শেষ করল।
এশিয়া কাপ থেকে বিদায় আফগানিস্তানের
এশিয়া কাপ থেকে বিদায় আফগানিস্তানেরছবি - সংগৃহীত
Published on

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের শেষ চারে যাওয়ার স্বপ্ন ভাঙলো আফগানিস্তানের। ডু অর ডাই ম্যাচে নেমেছিল দুই দলই। কিন্তু শ্রীলঙ্কা ৬ উইকেটে ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করেছে।

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ছয় উইকেটে জয় তুলে নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকে শেষ করল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রশিদ খান নেতৃত্বাধীন আফগানিস্তানের জয়ের বিকল্প ছিল না, তবে দুর্বল বোলিংয়ের কারণে স্বপ্নভঙ্গ হল তাদের।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতেই সমস্যায় পড়ে। ওপেনার সেদিকুল্লাহ আতল ও রহমানুল্লাহ গুরবাজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একসময় আফগানিস্তানের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ৭৯ ছিল। সেখান থেকে অলরাউন্ডার মহম্মদ নবী ২২ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে ১৬৯ রান তোলে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুশারা চার উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা নিজেদের দক্ষতার প্রমাণ দেন। ওপেনার পাথুম নিশঙ্কা ৬ রানে ফেরেন। ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। গোটা ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন।

এই জয়ের ফলে শ্রীলঙ্কা শুধু সেমিফাইনালে জায়গা নিশ্চিতই করেনি, বরং গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকেও পর্ব শেষ করেছে। অন্যদিকে আফগানিস্তানের এশিয়া কাপ অভিযানের সমাপ্তি ঘটল হতাশার মধ্য দিয়ে।

গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৩ ম্যাচের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে। বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।

এশিয়া কাপ থেকে বিদায় আফগানিস্তানের
BCCI: অমিত শাহ-র বাড়িতে বিসিসিআই সভাপতি নির্বাচনের বৈঠক! দৌড়ে সৌরভ গাঙ্গুলি?
এশিয়া কাপ থেকে বিদায় আফগানিস্তানের
Asia Cup 2025: সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগের পরিকল্পনা পাক বোর্ডের! কেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in