AFC Asian Cup: উজবেকিস্তান ম্যাচ ডু অর ডাই! ম্যাচের আগে কী বার্তা দিলেন সুনীলদের হেড স্যার?

People's Reporter: ফিফা র‍্যাঙ্কিং-এ ১০২ নম্বরে আছে ভারত এবং উজবেকিস্তান আছে ৬৮ নম্বর স্থানে।
ইগর স্টিম্যাচ
ইগর স্টিম্যাচছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ

অস্ট্রেলিয়ার কাছে হেরে এএফসি এশিয়ান কাপ অভিযান শুরু করেছে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচ জিততে না পারলে ছিটকে যাবে ভারত। ভারতীয় সময় সন্ধ্যা ৮টা থেকে ম্যাচটি শুরু হবে। সম্ভব কি উজবেকিস্তানকে হারানো?

ফিফা র‍্যাঙ্কিং-এ ১০২ নম্বরে আছে ভারত এবং উজবেকিস্তান আছে ৬৮ নম্বর স্থানে। ম্যাচের আগে ভারতীয় কোচ ইগর স্টিমাচ বলেন, "ওরা টেকনিকে যেমন দুর্দান্ত, তেমনই শারীরিক সক্ষমতাতেও। ওদের খেলোয়াড়রা রাশিয়া, ফ্রান্স, গ্রিসের ক্লাব ফুটবলে খেলে। ওদের দলে যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই তারুণ্য আছে। ওদের বিরুদ্ধে আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। আমার ছেলেরা জানে কাল মাঠে সমানে নিজেদের মধ্যে কথা বলে খেলতে হবে, ফাইনাল থার্ডে পৌঁছতে হবে ও সুযোগ তৈরি করে তার সদ্ব্যবহার করতে হবে"।

ভারতের কোচ আরও বলেন, "আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবো। যেমন সৌদি আরবের বিরুদ্ধে ওমান অসাধারণ খেলেছে। ওরা জয় থেকে কয়েক মুহূর্ত দূরে ছিল। কিন্তু ম্যাচের পর ওদের খালি হাতে মাঠ ছাড়তে হয়। আমাদের ছেলেরা এই ম্যাচে গত ম্যাচের চেয়ে অনেক বেশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করবে বলেই আমার বিশ্বাস"।

দলের ফিনিশিংয়ে সমস্যা নিয়ে স্টিমাচ বলেন, "আমরা প্রতিদিনই ফিনিশিং অনুশীলন করি। তবে আমরা এই নিয়ে বেশি দিন কাজ করতে পারিনি। তা ছাড়া ক্লাবের খেলাতেও ছেলেরা আক্রমণ অঞ্চলে বেশি খেলার সুযোগ পায় না। ফুটবলে অনুশীলনই সব। আমাদের ছেলেদের আরও উন্নতির খিদে থাকা প্রয়োজন। না হলে উন্নতি হবে না"।

ইগর স্টিম্যাচ
Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ
ইগর স্টিম্যাচ
Praggnanandhaa: শীর্ষস্থান হারালেন বিশ্বনাথন, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে প্রথম স্থানে প্রজ্ঞানন্দ!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in