

সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। বুধবার দুবাইতে ইউএই-র বিরুদ্ধে প্রথম থেকেই বিধ্বংসী ব্যাট করতে দেখা গেল অভিষেক শর্মা, শুবমন গিলকে। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০তে অনন্য নজির গড়লেন অভিষেক।
প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। তাঁর সিদ্ধান্তকে কার্যত সোনায় সোহাগা বানালেন কুলদীপ যাদব। বাঁহাতি স্পিনার মাত্র ২.১ ওভারে ৭ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। সঙ্গ দিলেন শিবম দুবে, যিনি শিকার করলেন তিনটি উইকেট। নির্ধারিত ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে আউট হয়ে যায় আমিরশাহী।
রান তাড়া করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১৬ বলে ৩০ রান করেন তিনি, যার মধ্যে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। আমিরাশাহীর হায়দার আলির করা ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইতিহাস তৈরি করলেন অভিষেক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রানচেজের প্রথম বলে ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটার হলেন তিনি। অন্য ওপেনার শুবমন গিল ৯ বলে অপরাজিত ২০ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।
ম্যাচ শেষে অধিনায়ক সুর্যকুমার বলেন, “উইকেটটা কেমন আচরণ করছে সেটা বুঝতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। কুলদীপ অসাধারণ খেলেছে। দুবে, হার্দিক, বুমরাহ সবাই ভালো সাপোর্ট করেছে। অভিষেক বিশ্বসেরা ব্যাটার। সে সবসময় টোন সেট করে দেয়, লক্ষ্য ৫০ হোক কিংবা ২০০।”
এই জয়ের ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন মহারণের আগে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় শিবির। আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন