
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় ড্রেসিংরুমের খবর প্রকাশ্যে আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সাংবাদিক সম্মেলনে যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় প্রধান কোচ গৌতম গম্ভীরকে। সেই ঘটনার জেরে এবার ছাঁটাই হতে চলেছেন গম্ভীরের সহযোগী অভিষেক নায়ার। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
বর্ডার-গাভাসকর সিরিজ শেষ হতেই জানা যায়, এক ক্রিকেটার অন্তর্বর্তীকালীন অধিনায়ক হতে চেয়েছিলেন। আবার পরবর্তী রিপোর্টে দাবি করা হয়, কোচ গৌতম গম্ভীর এই গোপন খবর ফাঁসের জন্য সরাসরি এক ক্রিকেটারকে দায়ী করেন। তবে গম্ভীর সাংবাদিক সম্মেলনে বলেন, “ড্রেসিংরুমের বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত।”
সূত্রের খবর, ড্রেসিংরুমের খবর বাইরে আনার কারণে বিসিসিআই সহকারী কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতে পারে। যদিও এখনও বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। একাংশের মতে সিরিজে খারাপ পারফর্ম্যান্সের কারণে অভিষেক নায়ারকে ছাঁটাই করা হচ্ছে। কিন্তু তারপরে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাহলে কেন দায়িত্ব থেকে সরানো হবে অভিষেককে?
একইসঙ্গে, বিসিসিআই সম্প্রতি একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে—যেসব সাপোর্ট স্টাফ তিন বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে রয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। ফলে ফিল্ডিং কোচ টি. দিলীপ ও ফিজিও সোহম দেশাইয়ের চাকরিও বিপদের মুখে। এই ৩ জনই গৌতম ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, নায়ার ও দিলীপের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ সিতাংশু কোটাক ইতিমধ্যেই দলে রয়েছেন। ফিল্ডিং কোচের দায়িত্ব নেবেন রায়ান টেন ডয়শেট এবং ফিজিও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন আদ্রিয়ান লে রক্স, যিনি এর আগে ২০০২-২০০৩ সালে ভারতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। বর্তমানে তিনি আইপিএল-এ পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন