Nations League: সত্যিকারের নেতা - নেশনস লিগের ফাইনালে পর্তুগাল, রোনাল্ডোর প্রশংসায় জার্মান তারকা

People's Reporter: বুধবার মধ্যরাতে জার্মানিকে ২-১ গোলে হারায় পর্তুগাল। ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল রোনাল্ডোর দল। সেখান থেকে ৬৩ মিনিটে ১-১ করেন ২০ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার ফ্রান্সিসকো।
জার্মানিকে হারালো পর্তুগাল
জার্মানিকে হারালো পর্তুগালছবি - ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেসবুক পেজ
Published on

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা গোলে পর্তুগালের কাছে ২৫ বছর পর হারতে হল জার্মানিকে। আর রোনাল্ডোর খেলায় মুগ্ধ হলেন প্রাক্তন জার্মান ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সম্যান।

বুধবার মধ্যরাতে জার্মানিকে ২-১ গোলে হারায় পর্তুগাল। ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল রোনাল্ডোর দল। সেখান থেকে ৬৩ মিনিটে ১-১ করেন ২০ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার ফ্রান্সিসকো। সমতা ফেরানোর ৫ মিনিট পর দেশের হয়ে ১৩৭তম গোল করে জয় ছিনিয়ে নেন সি আর সেভেন।

প্রাক্তন জার্মান ফুটবলার ক্লিন্সম্যান বলেন, "এটা নিছকই ব্যতিক্রমী। ৪০ বছর বয়সী হিসেবে তিনি যা তৈরি করছেন, মনে হচ্ছে তিনি মোটেও বৃদ্ধ হচ্ছেন না। তিনি নিজেকে দলের সেবায় নিয়োজিত করেছেন। ফিরে এসেছেন, সাহায্য করেছেন, তাঁর সতীর্থদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন। তিনি একজন সত্যিকারের নেতা।"

তিনি আরও বলেন, "এখনও তিনি সেরা ফিনিশারদের একজন। রোনাল্ডো যেকোনো সময় পার্থক্য আনতে পারেন। আসলে তাঁর মনোভাবই বিশাল পার্থক্য তৈরি করে।"

রোনাল্ডোর ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়েও আশাবাদী জার্মান তারকা। তিনি জানান, "যদি তিনি তাঁর সতীর্থদের নিয়ে একসাথে খেলতে পারেন, দলের প্রতি দায়বদ্ধতা দেখাতে পারেন তাহলে কোনো সন্দেহ নেই যে তিনি আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ খেলতে পারবেন।"

পর্তুগাল কোচ মার্টিনেজও রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, "তিনি প্রতিদিনই উন্নতি করতে চান। এখনও তাঁর ক্ষুধা হারায়নি। এটি অবিশ্বাস্য।"

ম্যাচের ফলাফল সম্পর্কে তিনি জানান, "আমি মনে করি যে গোলটি হজম করা হয়েছে তা প্রাপ্য গোল ছিল না। আমি বুঝতে পারছি না কেন অফসাইড দেওয়া হল না। তবে আমি খুব খুশি এবং গর্বিত ছেলেদের খেলায়। কারণ পিছিয়ে পড়ে ২-১ গোলে জেতা সহজ কাজ নয়।"

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। বিজয়ী দল আগামী ৯ জুন নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগালের।

জার্মানিকে হারালো পর্তুগাল
বাইরে মানুষ মরছে, ভিতরে উৎসব চলছে! - আরসিবির ট্রফি জয়ের অনুষ্ঠানে মৃত্যু নিয়ে সরব প্রাক্তন তারকা
জার্মানিকে হারালো পর্তুগাল
IPL 2025: ১৮ বছর অপেক্ষার অবসান, বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হতেই আবেগে ভাসলেন বিজয় মালিয়া!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in