IND vs SA ODI: দরকার ৯৮ রান, চতুর্থ ভারতীয় হিসেবে শচীন, দ্রাবিড়, কোহলির এলিট ক্লাবের দোরগোড়ায় রোহিত!

People's Reporter: রবিবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। ৩ ফরম্যাট মিলিয়ে রোহিত শর্মার মোট রান ১৯,৯০২। ফলে ২০,০০০ রান করার জন্য দরকার ৯৮ রান।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ফেসবুক পেজ
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ডের সামনে দাঁড়িয়ে হিটম্যান রোহিত শর্মা। আর ৯৮ রান করলেই তিনি চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাট মিলিয়ে ২০ হাজার রানের মালিক হবেন। পাশাপাশি চতুর্থ ভারতীয় হিসেবেও নজির গড়বেন তিনি।

শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির এলিট ক্লাবে প্রবেশ করার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। ৩ ফরম্যাট মিলিয়ে রোহিত শর্মার এই মুহূর্তে মোট রান ১৯,৯০২। ২০,০০০ রান করার জন্য দরকার আর মাত্র ৯৮ রান। এর আগে এই নজির রয়েছে ভারতের ৩ ব্যাটারের। শচীনের দখলে রয়েছে ৩৪,৩৫৭ রান (বিশ্বে প্রথম)। রাহুল দ্রাবিড়ের করেছেন ২৪,২০৮ রান এবং বিরাট কোহলির আছে ২৭,৬৭৩ রান (বিশ্বে তৃতীয়)।

রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ৬৭ ম্যাচে ১১৬ ইনিংস খেলে ৪,৩০১ রান করেছেন। আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ১৫৯ ম্যাচে ১৫১ ইনিংস খেলে ৪,২৩১ রান করেছেন এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১,৩৭০ রান রয়েছে রোহিতের। চতুর্থ ভারতীয় হিসেবে এবং ১৪ তম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ২০,০০০ রান পূরণের সামনে রয়েছেন 'হিটম্যান'।

উল্লেখ্য, আগামীকাল দুপুর ১.৩০টা থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ হবে আগামী ৩ ডিসেম্বর এবং তৃতীয় ওডিআই হবে আগামী ৬ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে বেশ চাপে কোচ গৌতম গম্ভীর। এবার তাঁর চ্যালেঞ্জ ওডিআই এবং টি-২০ সিরিজ জেতা।

ভারতীয় স্কোয়াড - রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, কে এল রাহুল (অধিনায়ক + উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।

রোহিত শর্মা
ICC T20 WC 26: ৮ স্টেডিয়ামে ২০ দেশের লড়াই! একনজরে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি
রোহিত শর্মা
IND vs SA Test: এক ম্যাচে ৯ ক্যাচ! অজিঙ্কা রাহানের বিশ্ব রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নজির মার্করামের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in