

৬৩ বছর বয়সে প্রয়াত হলেন ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের নায়ক আন্দ্রেস ব্রেমে। তাঁর করা একমাত্র গোলেই মারাদোনার আর্জেন্টিনা হেরেছিল ফাইনালে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আন্দ্রেস ব্রেমে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই তারকার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফুটবল মহল।
১৯৯০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি এবং আর্জেন্টিনা। আয়োজক দেশ ছিল ইটালি। ৮ জুলাই ছিল ফাইনাল ম্যাচ। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আন্দ্রেস ব্রেমে। তাঁর গোলেই বিশ্বসেরা হয়েছিল পশ্চিম জার্মানি।
দেশের হয়ে মোট ৮৬টি ম্যাচ খেলেছিলেন ব্রেমে। ৮টি গোলও রয়েছে তাঁর নামে। এছাড়া বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের হয়ে লিগ খেতাবও জিতেছিলেন। ১৯৮৬-৮৮ সাল পর্যন্ত বায়ার্নে ছিলেন আন্দ্রেস ব্রেমে। ১৯৮১-১৯৮৬ এবং ১৯৯৩-৯৮ সাল পর্যন্ত কাইজারস্লটার্ন-র হয়ে খেলেছিলেন তিনি। ১৯৮৮-১৯৯২ পর্যন্ত খেলেছিলেন ইন্টার মিলানে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এফ বায়ার্ন তারকা ফুটবলারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আন্দ্রেস ব্রেমে চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। তিনি চিরদিন বায়ার্ন পরিবারের একজন সদস্য হিসেবেই থাকবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন