Kylian Mbappe: অপেক্ষার অবসান, PSG ছেড়ে রিয়েল মাদ্রিদে এমবাপ্পে!

People's Reporter: চতুর্থবারের প্রচেষ্টায় এমবাপ্পেকে রাজি করালেও একাধিক শর্তের কারণে কিছুটা হলেও চিন্তিত রিয়েল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
এমবাপ্পে
এমবাপ্পেফাইল ছবি

স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের সাথে চুক্তি করতে চলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে! স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ৫ বছরের জন্য রোনাল্ডোর প্রাক্তন ক্লাবে সই করছেন এমবাপ্পে।

২০২২ ফুটবল বিশ্বকাপের পর থেকেই জল্পনা হচ্ছিল এমবাপ্পের রিয়েল মাদ্রিদ যোগ নিয়ে। সেই জল্পনা এবার বাস্তবে পরিণত হতে চলেছে। পি এস জি-র সাথে পুনরায় চুক্তি করে মোটা অঙ্কের বেতনের বিনিময়ে রিয়েল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। কারণ এমবাপ্পে একাধিক শর্ত দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে।

চতুর্থবারের প্রচেষ্টায় এমবাপ্পেকে রাজি করালেও একাধিক শর্তের কারণে কিছুটা হলেও চিন্তিত রিয়েল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সূত্র মারফত জানা গেছে, এমবাপ্পে দাবি করেছে তাঁকে ইউরোপের সর্বোচ্চ বেতন প্রাপক খেলোয়াড় করতে হবে। সাথে সাইনিং বোনাস বাবদ ১২ মিলিয়ন ইউরো দিতে হবে। এমনকি ছবির সত্ত্ব হিসেবেও কোটি কোটি টাকা দাবি করেছেন এমবাপ্পে।

এমবাপ্পে চুক্তির জন্য যে পরিমাণ অর্থ দাবি করেছে তার অনেকটাই কম বেতন দেবে বলে জানিয়েছে রিয়েল মাদ্রিদ। এবং ছবি সত্ত্বের জন্য ফরাসি তারকার দাবির অর্ধেক মূল্য দিতে রাজি মাদ্রিদ। তবে এমবাপ্পের যে আর পি এস জি তে থাকবেন না এটা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।

উল্লেখ্য, রোনাল্ডো আল নাসারে সই করার পর সৌদি আরব থেকেও এমবাপ্পের জন্য প্রস্তাব এসেছিল। কিন্তু সেই সময় তিনি বলেছিলেন, যাঁদের কেরিয়ার শেষের দিকে তাঁরা সৌদি লিগে যান। আমি ইউরোপেই থাকতে চাই।

এমবাপ্পে
IND vs ENG: তৃতীয় টেস্ট জিতেই পিচ নিয়ে সমালোচকদের কড়া জবাব রোহিতের!
এমবাপ্পে
Ranji Trophy: রঞ্জির শেষ আট চূড়ান্ত, কবে থেকে শুরু কোয়ার্টার ফাইনাল?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in