
বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জন্মের ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে ১১ জন কুস্তিগিরকে বরখাস্ত করেছে ভারতের কুস্তি ফেডারেশন (WFI)। দিল্লি পৌর কর্পোরেশন (MCD) মোট ১১০টি নথি যাচাই করার পর এই পদক্ষেপ নেওয়া হয়, যা কুস্তি জগতে বয়স জালিয়াতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, এমসিডি খতিয়ে দেখে যে, ৯৫টি জন্ম শংসাপত্র উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (SDM) আদেশে জারি হয়েছে। তবে ১১টি জন্ম শংসাপত্র ভুয়ো। ফটোশপ করা বা ডিজিটালি পরিবর্তিত বলে প্রমাণিত হয়েছে।
প্রতিবেদনে নাম প্রকাশ করা কুস্তিগিররা হলেন - সাকশম, মনুজ, কবিতা, অংশু, আরুশ রানা, শুভম, গৌতম, জগ্রূপ ধানকার, নকুল, দুষ্যন্ত ও সিদ্ধার্থ বলিয়ান।
১১টি ভুয়ো জন্ম শংসাপত্রের মধ্যে ৬টি এসেছে দিল্লির নরেলা জোন থেকে, ২টি নাজফগড় থেকে এবং রোহিণী, সিভিল লাইনস ও সিটি জোন থেকে একটি করে। কুস্তি ফেডারেশন জানিয়েছে, ৭ আগস্ট ৬ জন কুস্তিগিরকে বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগে একই অপরাধে আরও ৫ জনকে বরখাস্ত করা হয়েছিল।
ফেডারেশনের এক আধিকারিক বলেন, “ডাব্লুএফআই একটি স্বচ্ছ ব্যবস্থা চায়, যেখানে কোনো সৎ কুস্তিগির ক্ষতিগ্রস্ত হবে না। কাউকে অন্যায় সুবিধা দেওয়া হবে না।”
এমসিডি জানিয়েছে, ৯৫টি বৈধ জন্ম শংসাপত্র শুধুমাত্র এসডিএম-এর অনুমোদনের পরই দেওয়া হয়েছে। ডাব্লুএফআই আশ্বাস দিয়েছে যে ন্যায্যতা বজায় রাখতে তারা বয়স জালিয়াতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন