Weather Forecast: সেপ্টেম্বরে দেশজুড়ে আরও বৃষ্টির সম্ভাবনা - ধস, হড়পা বানের সতর্কতা আবহাওয়া দপ্তরের

People's Reporter: আইএমডি-র তথ্য অনুযায়ী, গত ১ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে ভারতে ৭৪৩.১ মিমি বৃষ্টিপাত হয়েছে যা দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭০০.৭ মিমি-র অনুপাতে প্রায় ৬ শতাংশ বেশি।
মালদায় বন্যা
মালদায় বন্যানিজস্ব চিত্র - বন্যার ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

সেপ্টেম্বর মাসে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। সেপ্টেম্বর মাসে দেশজুড়েই বৃষ্টিপাত হতে পারে। যা স্বাভাবিকের তুলনায় বেশি হবার সম্ভাবনা। রবিবার এই বিষয়ে আইএমডি জানিয়েছে, আসন্ন সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী গড় (Long Period Average) ১৬৭.৯ মিমি-র ১০৯ শতাংশের বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। ১৯৭১ থেকে ২০২০ পর্যন্ত সময়ের বৃষ্টিপাতের গড় ১৬৭.৯ মিমি।

আইএমডি-র তথ্য অনুযায়ী, গত ১ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে ভারতে ৭৪৩.১ মিমি বৃষ্টিপাত হয়েছে যা দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭০০.৭ মিমি-র অনুপাতে প্রায় ৬ শতাংশ বেশি। এর মধ্যে শুধু জুন মাসেই স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বেশি, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ বেশি এবং আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৫.২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে উত্তর পশ্চিম ভারতে ২৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে না ২০০১ সালের পর এই মাসে সর্বোচ্চ এবং ১৯০১ সালের পর ত্রয়োদশ সর্বোচ্চ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাসে এই অঞ্চলে মোট ৬১৪.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিকের (৪৮৪.৯ মিমি) অনুপাতে ২৭ শতাংশ বেশি।

আইএমডি আরও জানিয়েছে, ভারতের দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে ১ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে মোট বৃষ্টিপাত হয়েছে ৬০৭.৭ মিমি। যা স্বাভাবিক (৫৫৬.২ মিমি)-র অনুপারে ৯.৩ শতাংশ বেশি। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসেই বৃষ্টিপাত হয়েছে ২৫০.৬ মিমি। যা স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি এবং ২০০১ সালের পর থেকে এই মাসের জন্য তৃতীয় সর্বোচ্চ এবং ১৯০১ সালের পর থেকে অষ্টম সর্বোচ্চ।

আইএমডি-র বার্তা অনুসারে, সেপ্টেম্বর মাসে পশ্চিম-মধ্য, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ ভারতের বহু অঞ্চলে মাসিক গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে অনুমান করা হচ্ছে। যদিও পূর্ব-মধ্য এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ ও পশ্চিম উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আইএমডি অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) আগাম সতর্ক করে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যা হতে পারে। এছাড়াও দক্ষিণ হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। ছত্তিশগড়ে মহানদী নদীর ওপরের জলাধারগুলির অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মহাপাত্র জানিয়েছেন, যেহেতু অনেক নদীর উৎপত্তি উত্তরাখণ্ডে তাই ভারী বৃষ্টিপাতের জেরে অনেক নদী প্লাবিত হতে পারে এবং যার প্রভাব পড়বে নীচের দিকের শহর ও শহরতলীর ওপর।

তিনি বলেন, তথ্য অনুসারে, ১৯৮০ সালের পর থেকে সেপ্টেম্বরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৬, ১৯৯১, ২০০১, ২০০৪, ২০১০, ২০১৫ এবং ২০১৯ সাল এক্ষেত্রে যদিও ব্যতিক্রম। এই সব বছরগুলিতে কম বৃষ্টিপাত হয়েছে।

মালদায় বন্যা
Weather Report: আগামী ২৪ঘণ্টা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ, জানাল আলিপুর আবহাওয়া-দপ্তর
মালদায় বন্যা
Jammu-Kashmir: ফের হড়পা বান জম্মু-কাশ্মীরে! মৃত অন্তত ১১, জলের তোড়ে ভেসে গেছে বাড়িঘর, স্কুল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in