
কিছুদিন আগেই খবরে এসেছিল অশনি, করিম ঘূর্ণিঝড়ের কথা। তবে তা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। এরই মধ্যে নিম্নচাপের খবর দিল আবহাওয়া দপ্তর। আপতত বৃষ্টি থামার কোনও ইঙ্গিত নেই উত্তরবঙ্গে। সঙ্গে দক্ষিণবঙ্গেও জারি থাকবে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে চলবে বজ্র-বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া এমনটাই পূর্বাভাস।
আবহাওয়া-দপ্তর সূত্রে খবর, দক্ষিন আন্দামান এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২৭মে এই মৌসুমি বায়ু প্রবেশ করবে কেরলে। ফলে, বর্ষার জেরেই বৃষ্টি চলবে বঙ্গ জুড়ে। রাজ্যে কবে ঢুকবে বর্ষা সেদিকেও নজর রাখছেন আবহবিদরা। অশনির প্রভাবে এবার সময়ের আগেই বর্ষা চলে আসতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
রাজস্থান থেকে আসাম এই অংশে একটি নিম্নচাপ রেখা দেখা গেছে। যা থেকে জলীয়বাস্প পূর্ণ বায়ু ঢুকছে রাজ্যে। একইসাথে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহে জলীয়বাষ্প ঢুকছে। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েক দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গতকাল বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯মে পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ, হতে পারে মাঝারি বৃষ্টিও। আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহযোগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর, যার বেগ হতে পারে ঘন্টায় ৪০ থেক ৫০ কিমি।
আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৬° সেলসিয়াস থেকে ২৮° সেলসিয়াসের মধ্যে। তবে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন