Voter List: উত্তরপ্রদেশের এক বাড়িতে ৪,২৭১ ভোটার! কী বলছে বিভিন্ন রাজনৈতিক দল? কী জানালো কমিশন?

People's Reporter: মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেন, গতকাল জানিয়েছিলাম মাহোবার এক বাড়িতে ২৪৩ জন ভোটার এবং অন্য এক বাড়িতে ১৮৫ জন ভোটার আছে। আর আজ জেনেছি ওখানে একটি বাড়িতে ৪,২৭১ জন ভোটার আছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি নিউজক্লিক থেকে সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশের মাহোবা জেলায় একটি ঠিকানায় ৪,২৭১ ভোটার। মঙ্গলবার চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মাহোবা জেলার একটি বাড়িতে ৪,২৭১ জন ভোটার পাওয়া গেছে। আপ সাংসদের আরও দাবি, যদি একটি বাড়িতেই ৪,২৭১ ভোটার পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে ওই পরিবারের সদস্য সংখ্যা ১২ হাজার।

মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেন, আমি গতকাল জানিয়েছিলেন মাহোবার একটি বাড়িতে ২৪৩ জন ভোটার আছে এবং অন্য একটি বাড়িতে ১৮৫ জন ভোটার আছে। আর আজ জানতে পেরেছি ওখানে একটি বাড়িতে ৪,২৭১ জন ভোটার আছে। এরপরেই তির্যক ভঙ্গীতে তিনি বলেন, ওই বাড়ির মালিককে আমি বলতে চাই যে আপনি যদি গ্রাম প্রধান পদে ভোটে দাঁড়ান তাহলে এমনিই জয়ী হবে। আপনার পরিবারের সদস্য ছাড়া আর কারোর ভোট দেবার প্রয়োজনই হবে না।

আপ সাংসদের আরও দাবি, যে অঞ্চলের বাড়িতে ৪,২৭১ জন ভোটার আছে সেই অঞ্চলে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার। এই অনিয়ম বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মাহোবার একটি বাড়িতে ৪,২৭১ ভোটার থাকার বিষয়ে কংগ্রেস মুখপত্র ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের সময় হাজার হাজার ভোটারকে এক আবাসিক ঠিকানায় একত্রিত করার বিষয়টি সামনে এসেছে — যা সম্ভবত কোনও করণিক ত্রুটির কারণ হয়েছে এবং ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনা নির্বাচনী রেকর্ডের বিশ্বাসযোগ্যতা এবং গণতন্ত্র রক্ষার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাদের কর্মপদ্ধতি নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

ওই প্রতিবেদন অনুসারে, মাহোবার জাতিপুর গ্রামের ৮০৩ নম্বর বাড়িতে মোট ভোটারের সংখ্যা ৪,২৭১, যা ওই গ্রামের মোট ভোটারের এক চতুর্থাংশ। বুথ লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের জন্য যাচ্ছেন তখনই এই ভুল ধরা পড়েছে।

জেলার সহকারী নির্বাচন আধিকারিক আর পি বিশ্বকর্মা এই অনিয়ম স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন, এখানে সমস্ত ভোটারই আসল যদিও ঠিকানা ভুল করে একজায়গায় করে দেওয়া হয়েছে। আমরা দ্রুত এই ভুল সংশোধন করে নেব।

ভোটার তালিকায় এই গুরুতর অনিয়মের প্রতিবাদে সরব হয়েছে সমাজবাদী পার্টিও। দলের মুখপাত্র রাজীব রাই এই প্রসঙ্গে বলেন, যখন একটা বাড়িতেই একসঙ্গে কয়েক হাজার ভোটার পাওয়া যায় তখন বুঝতে হবে এটা প্রশাসনিক ব্যর্থতা। বিজেপি তৃণমূল স্তর থেকে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।

এই বিষয়ে গতকাল কংগ্রেস-এর এক্স হ্যান্ডেল থেকে এক বিবৃতির উত্তরে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, মাহোবার সংশ্লিষ্ট ভোটার তালিকা পঞ্চায়েত নির্বাচনের এবং এই তালিকা অনুসারে বিধানসভা বা লোকসভা নির্বাচন হয় না। পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে প্রস্তুত করা হয়, নির্বাচন কমিশনের নয়। পোস্টে সিইসির ছবি ব্যবহার করা নাগরিকদের বিভ্রান্ত করে যে সংশ্লিষ্ট ভোটার তালিকার ত্রুটি নির্বাচন কমিশনের কারণে। জাতীয়ভাবে স্বীকৃত রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরণের কটাক্ষের চেয়ে আরও ভালো তথ্যবহুল পোস্ট আশা করা যায়।

মাহোবার জেলা শাসক এই প্রসঙ্গে এক এক্স বার্তায় জানিয়েছেন, “পঞ্চায়েত ভোটার তালিকায়, গ্রামে, বাড়ির নম্বরগুলি প্রায়শই ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয় না। যার ফলে ডেটা এন্ট্রির সময় একাধিক নাম ভুলভাবে একটি ঠিকানার সাথে সংযুক্ত হতে পারে, এমনকি ভোটাররা আসল হলেও। বিএলওদের মাধ্যমে ঘরে ঘরে সমীক্ষা করে এই ভুল সংশোধন করা হচ্ছে।”

ছবি প্রতীকী
Congress: ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটাব! ভোটার অধিকার যাত্রা থেকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর
ছবি প্রতীকী
Rahul Gandhi: 'প্রমাণ করুন নইলে ক্ষমা চান', ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুলকে ৭ দিনের আল্টিমেটাম কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in