
দূরপাল্লার ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হয়েছে কিনা সেটা এতদিন জানা যেত ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে। কিন্তু এবার সেই হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ। জুলাই মাস থেকে রিজার্ভেশনের ক্ষেত্রে নয়া নিয়ম আনতে চলছে ভারতীয় রেল। এছাড়া তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নয়া নিয়ম আনা হচ্ছে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হবে। আগে যা তৈরি হত ৪ ঘন্টা আগে। রেলের টিকিট বুকিং-এর ক্ষেত্রে স্বচ্ছ্বতা ও সফরে যাত্রীদের সুবিধার্থে এই নয়া নিয়ম এনেছে রেল। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে ফাইনাল রিজার্ভেশন চার্টে যাত্রীরা নিজেদের নাম দেখতে না পেলে, প্রয়োজনে বিকল্প পদ্ধতিতে সফরের বন্দোবস্ত করতে পারবেন। বিশেষ করে প্রত্যন্ত স্থানের মানুষরা। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
২০২৫ সালের ডিসেম্বর থেকেই আধুনিক ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (PRS) চালু করতে চলেছে রেল। এর ফলে প্রতি মিনিটে দেড়লাখ টিকিট বুকিং করতে পারবে রেল, আগে যে সংখ্যাটা প্রতি মিনিটে ছিল ৩২ হাজার। অর্থাৎ আগের থেকে প্রায় পাঁচ গুণ বেশি। মিনিটপ্রতি টিকিট সংক্রান্ত খোঁজখবর নিতে পারছেন প্রায় ৪০ লাখ মানুষ। যা আগের তুলনায় ১০ গুণ বেশী।
নতুন পিআরএস-এ ব্যবহারকারীরা তাদের পছন্দের আসন জমা দিতে এবং ভাড়া দেখতে পারবেন। এতে প্রতিবন্ধী, শিক্ষার্থী এবং রোগীদের জন্য বিশেষ সুবিধাও রয়েছে।
এছাড়া ১ জুলাই থেকে আইআরসিটিসি-র (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের তৎকাল টিকিট বুকিং করার সময় বাধ্যতামূলক ভাবে আধার কার্ড দিতে হবে। ১৫ জুলাই থেকে তৎকাল বুকিংয়ে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। রেলের বুকিং কাউন্টার থেকে এই টিকিট কাটলে, সেখানও ওটিপি লাগবে।
রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল তাদের সিস্টেমগুলিকে আধুনিকীকরণ এবং আরও নাগরিক-বান্ধব করার জন্য ক্রমাগত প্রচেষ্টা করে চলেছে। তারই উদাহরণ স্বরূপ এই নয়া নিয়মগুলো চালু করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন