

বিজেপি ছাড়ছেন তেলেঙ্গানার বিতর্কিত বিধায়ক টি রাজা সিং। নিজের ঘৃণা ভাষণ, হুমকি, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রভৃতির জন্য বারবার তিনি সংবাদ শিরোনামে আসেন। গোসামহলের বিধায়ক টি রাজা সিং ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি তেলেঙ্গানা সভাপতি জি কিষেণ রেড্ডির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
কিষেণ রেড্ডিকে লেখা নিজের পদত্যাগপত্রে টি রাজা সিং জানিয়েছেন, সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পেরেছি এন রামচন্দর রাওকে পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি করা হচ্ছে। এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক। যা শুধু আমার জন্য নয়, রাজ্যের লক্ষ লক্ষ কার্যকর্তা এবং ভোটারদের জন্যও। যে সময় তেলেঙ্গানায় বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে চলেছে সেইসময় এই সিদ্ধান্ত সকলকেই বিস্মিত করেছে এবং প্রশ্ন উঠেছে যে আমরা কোন দিকে যাচ্ছি?
ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, রাজ্যে একাধিক বিশিষ্ট বিজেপি নেতা, সাংসদ, বিধায়ক আছেন। যারা এই পদের যোগ্য। কিন্তু দুর্ভাগ্যবশত কোনও কোনও ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যা রাজ্যের তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের কাছে এক বড়ো আঘাত এবং এই সিদ্ধান্তে দল বিপর্যয়ের মুখে পড়বে।
তিনি আরও লিখেছেন, "অত্যন্ত দুঃখের সাথে, আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। শ্রী কিষাণ রেড্ডিজী, আপনাকে অনুরোধ করছি তেলেঙ্গানা বিধানসভার মাননীয় স্পিকারকে দয়া করে জানাবেন যে টি রাজা সিং আর বিজেপির সদস্য নন। যদিও আমি দল থেকে সরে যাচ্ছি, আমি হিন্দুত্বের আদর্শ এবং আমাদের ধর্ম এবং গোসামহলের জনগণের সেবার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমার আওয়াজ তুলে ধরব এবং আরও শক্তির সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে দাঁড়াব।"
প্রসঙ্গত, টি রাজা সিং বিজেপি ছাড়লেও তেলেঙ্গানার পরবর্তী সভাপতি হিসেবে এন রামচন্দ্র রাও-এর নাম প্রায় চূড়ান্ত। সম্ভবত আগামীকালই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন