
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল কারখানার ছাদ উড়ে গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আট জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন ২৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। চলছে উদ্ধার কাজ।
সোমবার সকাল ৯টা নাগাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে কারখানার আস্ত ছাদ উড়ে গেছে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ধরে যায় গোটা কারখানা এবং সংলগ্ন প্রাঙ্গনে। তড়িঘড়ি করে ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করেন আতঙ্কিত শ্রমিকরা।
পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য কর্মীরা উদ্ধার ও ত্রাণ শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে কয়েকজন শ্রমিক। এর মধ্যে ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন দু'জনের মৃত্যু হয়েছে। ২৬ জন আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এখনও নিখোঁজ অনেকেই। চলছে উদ্ধারকাজ। ফলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন সাঙ্গারেড্ডির পুলিশ সুপার পি প্রবীণ্যা এবং জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রি তৈরি হত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন