TMC: মমতার সঙ্গে অভিষেকের দূরত্ব আদৌ বাড়ছে? নাকি সবটাই রাজনৈতিক কৌশল?

১০৮ পুরসভা নির্বাচনের জন্য দলের শীর্ষ নেতাদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বন্টন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা সেই তালিকায় নাম নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র
Published on

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরত্ব কি ক্রমশই বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁকে 'কেউ একজন' বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন‍্যদিকে ১০৮ পুরসভা নির্বাচনের জন্য দলের শীর্ষ নেতাদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বন্টন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা সেই তালিকায় নাম নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় দুইয়ে দুইয়ে চার করছে রাজনৈতিক মহল। যদিও কেউ কেউ মনে করছেন এই ঘটনা পুরোটাই আসন্ন পুরভোটকে মাথায় রেখে বিরোধীদের বিভ্রান্ত করতে।

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে লখনউ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পাঞ্জাবেও যাব আমি। পাঞ্জাবকে আমি খুব পছন্দ করি। যখন পাঞ্জাব জ্বলছিল, তখন আমি পুরো পাঞ্জাব ঘুরেছিলাম। আর গোয়া নিয়ে প্রশ্ন করেছিলেন তো? গোয়া কেউ একজন দেখছে। তাই আমি যাইনি। আমি অন‍্য কোথাও যাব।"

গোয়া বিধানসভা নির্বাচনে দলের যাবতীয় দেখাশোনার দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুমোদনের পর গোয়ায় প্রার্থীতালিকা প্রকাশিত হয়েছে। বারবার গোয়া সফরে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম না নিয়ে তাঁকে 'কেউ একজন' বলায় অবাক রাজনৈতিক মহল।

অন‍্যদিকে সোমবার পুরভোটের জন্য 'কো-অর্ডিনেটর'-এর তালিকা প্রকাশ করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করা সেই তালিকায় দলের প্রায় সমস্ত শীর্ষ নেতার নাম থাকলেও নাম নেই ডায়মন্ড হারবারের সাংসদের।

তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার দায়িত্বে থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে থাকবেন শুভাশিস চক্রবর্তী ও অরূপ বিশ্বাস। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে থাকবেন ফিরহাদ হাকিম। হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে পুলক রায় এবং কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকবেন সুব্রত বক্সি। ঝাড়গ্রামে পার্থ চট্টোপাধ্যায়, পুরুলিয়া ও বাঁকুড়ায় মলয় ঘটক। আলিপুরদুয়ারে চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক, জলপাইগুড়িতে সৌরভ চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুরে অজিত মাইতি ও মানস ভুঁইয়া, দক্ষিণ দিনাজপুরে শশী পাঁজা, দার্জিলিংয়ে গৌতম দেব এবং নদীয়ায় পার্থ চট্টোপাধ্যায়, শুখেন্দু শেখর রায় ও ব্রাত্য বসু।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের সাথে পিকে-র সম্পর্ক শেষ? মমতা ব্যানার্জির মন্তব্যে বাড়লো জল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in