৫ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২০% পর্যন্ত অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা কেন্দ্রের, তালিকায় কোন কোন ব্যাঙ্ক?

People's Reporter: SEBI-র ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং-এর নিয়ম অনুসারে, কোনও তালিকাভুক্ত কোম্পানির কোনও প্রোমোটর তার কাছে সেই সংস্থার ৭৫ শতাংশের বেশি শেয়ার রাখতে পারবে না।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স আকাশ
Published on

দেশের পাঁচ পাবলিক সেক্টর ব্যাঙ্কে অংশীদারিত্ব কমানোর ভাবনায় কেন্দ্রীয় সরকার। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুসারে সম্প্রতি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM), ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (DFS)-এর মধ্যে এক আলোচনায় এর রূপরেখা তৈরি করেছে। এই পাঁচ পাবলিক সেক্টর ব্যাঙ্কে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব কমানো হবে প্রায় ২০ শতাংশ।

যে পাঁচটি ব্যাঙ্কের কথা ওই রিপোর্টে বলা হয়েছে তার মধ্যে আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। এই পাঁচটি ব্যাঙ্কের কেন্দ্রের অংশীদারিত্বের ৭৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যদিও এই রিপোর্ট যাচাই করেনি পিপলস রিপোর্টার।

সরকারের বিলগ্নিকরণ পরিকল্পনা অনুসারে, ব্যাংক অফ মহারাষ্ট্র (৮৬.৪৬ শতাংশ), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (৯৬.৩৮ শতাংশ), ইউকো ব্যাংক (৯৫.৩৯ শতাংশ), সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (৯৩.০৮ শতাংশ) এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক (৯৮.২৫ শতাংশ) সহ পাঁচটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের সরকারি অংশীদারিত্ব ৭৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। এটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং (MPS) নিয়ম মেনে চলতে হবে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং-এর নিয়ম অনুসারে, কোনও তালিকাভুক্ত কোম্পানির কোনও প্রোমোটর তার কাছে সেই সংস্থার ৭৫ শতাংশের বেশি শেয়ার রাখতে পারবে না। যেহেতু পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রধান মালিক, তাই সরকারকে নিয়ন্ত্রক সংস্থার এই নিয়ম মেনে অংশীদারিত্ব কমাতে হবে। আগস্ট ২০২৬-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়াও সরকারের হাতে থাকা জেনারেল ইনস্যুরেন্স (৮২.৪ শতাংশ), নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স (৮৫.৪৪ শতাংশ) এবং লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (৯৬.৫ শতাংশ)-র শেয়ারের ক্ষেত্রেও অংশীদারিত্ব এই হিসেবে নামিয়ে আনতে হবে। যদিও এলআইসি-র ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২০২৭-এর ১৬ মে-র মধ্যে।

প্রধানত দুই পদ্ধতিতে এই শেয়ার বিক্রি করা হতে পারে বলেও জানা গেছে। যার মধ্যে আছে অফার ফর সেল (OFS)। এতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে খুচরো ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করা হবে। এছাড়াও কোয়ালিফায়েড ইন্সটিটিউশনাল প্লেসমেন্ট (QIP)। যাতে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড, বীমা কোম্পানি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

ছবি প্রতীকী
রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার বেসরকারিকরণ নয়, কেন্দ্র চায় অংশীদারি বিক্রি করতে: নির্মলা
ছবি প্রতীকী
Write Off: ১০ বছরে বিভিন্ন ব্যাঙ্কে ঋণ মকুব ১৬ লক্ষ কোটি টাকার বেশি - RTI-র উত্তরে জানালো RBI

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in