Retail Inflation: বাজার আগুন, ১৫ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে খুচরো মুদ্রাস্ফীতি ৭.৪৪%

কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে গত ১ বছরে সবজির দাম বৃদ্ধি পেয়েছে ৩৭.৪৩%। যার অর্থ গত বছর এই সময় কোনও সবজির দাম যদি ১০০ টাকা থেকে থাকে তাহলে এই সময় তার দাম ১৩৭ টাকা ছাড়িয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি, সংগৃহীত

একলাফে অনেকটাই বাড়লো খুচরো মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতি গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে ৭.৪৪ শতাংশ হয়েছে। গত বছরের এপ্রিল মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৯ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে গত ১ বছরে সবজির দাম বৃদ্ধি পেয়েছে ৩৭.৪৩ শতাংশ। যার অর্থ গত বছর এই সময় কোনও সবজির দাম যদি ১০০ টাকা থেকে থাকে তাহলে এই সময় তার দাম ১৩৭ টাকা ছাড়িয়েছে।

এর আগেই অর্থনৈতিক বিশেষজ্ঞরা খুচরো মুদ্রাস্ফীতির ইঙ্গিত দিয়েছিলেন। গত মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৮৭ শতাংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে মুদ্রাস্ফীতির এই হার জুলাই মাসে পৌঁছতে পারে ৬.৫০ শতাংশ। যদিও সেই আশঙ্কাকে ছাড়িয়ে গিয়ে মুদ্রাস্ফীতি পৌঁছে গেছে ৭.৪৪ শতাংশে। যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

গত বছরের জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৭১ শতাংশ। সেপ্টেম্বর মাসে তা বেড়ে হয় ৭.৪১ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতির পতন দেখা গেছিল। যদিও এই বছরের জানুয়ারি মাস থেকে তা আবার ধাপে ধাপে বাড়তে শুরু করে।

ছবি প্রতীকী
UP: 'টমেটো না খেলে দাম এমনিই কমে যাবে' - সবজির মূল্যবৃদ্ধি নিয়ে আজব তত্ত্ব যোগী রাজ্যের মন্ত্রীর
ছবি প্রতীকী
Parliament Winter Session: মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এজেন্সির অপব্যবহার নিয়ে আলোচনার দাবি বিরোধীদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in