Reliance: ১০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে নিউইয়র্কে লাক্সারি হোটেল কিনছে রিলায়েন্স

মহামারীতে ধনীরা আরও ধনী হয়েছেন। গত দু বছরে অর্থনৈতিক মন্দার যেসব পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, তাতে তেমনই তথ‍্য উঠে এসেছে। এমনকি এক ডজন কেন্দ্রীয় মন্ত্রীও এই মন্দার বাজারে তাঁদের সম্পত্তি বাড়িয়েছেন।
১০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে নিউইয়র্কে লাক্সারি হোটেল কিনছে রিলায়েন্স
১০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে নিউইয়র্কে লাক্সারি হোটেল কিনছে রিলায়েন্সফাইল ছবি সংগৃহীত

গোটা দেশে যতই কোভিড মহামারীর তৃতীয় ঢেউ দাপট দেখাতে শুরু করুক না কেন, মুকেশ আম্বানির ব‍্যবসায় তার কোনও প্রভাবই পড়েনি। কয়েকশ কোটি টাকা দিয়ে নিউইয়র্কে বিলাসবহুল হোটেল কিনছে তাঁর কোম্পানি রিলায়‍েন্স। কোম্পানির তরফ থেকেই একথা জানানো হয়েছে।

মহামারীতে একটা বড় অংশের মানুষ কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকে আগের মতো ভালো কর্মসংস্থান পাননি। কোনওমতে সামান্য যেটুকু রোজগারের ব্যবস্থা করতে পেরেছেন, তাতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানোই দায়। কিন্তু ধনীরা আরও ধনী হয়েছেন। গত দু বছরে অর্থনৈতিক মন্দার যেসব পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, তাতে তেমনই তথ‍্য উঠে এসেছে। এমনকি এক ডজন কেন্দ্রীয় মন্ত্রীও এই মন্দার বাজারে তাঁদের সম্পত্তি বাড়িয়েছেন

যেমন মুকেশ আম্বানি। করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে গোটা বিশ্ব যখন কাঁপছে তখন আমেরিকার প্রথম সারির বিলাসবহুল হোটেল কিনছে তাঁর সংস্থা রিলায়‍েন্স। নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল অধিগ্রহণের করতে চলেছে রিলায়েন্স। ২০০৩ সালে তৈরি হয় হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল, যেটি কলম্বাস সার্কলে অবস্থিত। শনিবার ভারতের শেয়ার বাজারগুলিকে রিলায়‍েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০ (৯৮.১৫) মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭ শতাংশ অংশীদারি কলম্বাস সেন্টার কর্পোরেশনের কাছ থেকে কিনে নেবে তারা। শাখা সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের মাধ্যমে খরচ করা হবে ৯.৮২ কোটি ডলার অর্থাৎ প্রায় ৭৩০ কোটি টাকা। বাকি অংশীদারেরা যদি ইচ্ছুক হয় তাহলে ২৬.৬৩ শতাংশ শেয়ারও রিলায়্যান্স কিনে নিতে রাজি। তবে লেনদেনের আগে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রকের অনুমতি লাগবে।

হোটেল ও আতিথেয়তা শিল্পে নিজেদের ভিত শক্ত করছে রিলায়‍েন্স। এর আগে গত এপ্রিলে ব্রিটেনের স্টোক পার্ক হোটেল অধিগ্রহণ করেছিল রিলায়েন্স। ওবেরয় হোটেলসেও অংশীদারি রয়েছে‌ তাদের। মুম্বইয়ে হচ্ছে কনভেনশন সেন্টার।

করোনাকালে নিজের সম্পত্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে মুকেশ আম্বানি গোষ্ঠী। গুগল, ফেসবুকের মতো সংস্থাকে জিও প্ল্যাটফর্মের অংশীদারি বিক্রি করে ১.২৫ লক্ষ কোটি টাকা রোজগার করেছে রিলায়‍েন্স ইন্ডাস্ট্রিজ। প্রাধান্য বিস্তার করতে চেয়েছে বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রেও। অন‍্যদিকে সূত্রের খবর, এবছরই রিলায়েন্স জিও বাজারে প্রথম শেয়ার (আইপিও) আনতে পারে।

১০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে নিউইয়র্কে লাক্সারি হোটেল কিনছে রিলায়েন্স
মহামারীতে নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন দেশের ১২ জন মন্ত্রী - প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in