

রিলায়েন্সের মুনাফা বাড়ছে দ্রুত হারে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় মুকেশ অম্বানির সংস্থা ৪৩ শতাংশ বেশি (৯,৫৬৭ কোটি টাকা) ১৩,৬৮০ কোটি টাকা লাভ করেছে। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে মুনাফা বেড়েছে। খুচরো বাজারেও রিলায়েন্সের ক্রেতার সংখ্যায় হেরফের ঘটাতে পারেনি করোনা পরিস্থিতি।
ক্রেতার সংখ্যা প্রাক-করোনা স্তরে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, ‘দ্বিতীয় ত্রৈমাসিকে ভালো পারফরম্যান্স করেছে রিলায়ন্স। এটাই আমাদের ব্যবসার অন্তর্নিহিত শক্তিকে তুলে ধরে। পাশাপাশি ভারত ও বিশ্বের অর্থনীতি যে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, সেই বিষয়টির আন্দাজও পাওয়া যায়। আমাদের কার্য পরিচালনা এবং আর্থিক ফল থেকেই স্পষ্ট যে আমাদের খুচরো বাজারে অনেকটাই উত্থান ঘটেছে।'
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩,৭২৮ কোটি টাকা মুনাফা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম ও ডিজিটাল সংস্থা। এই মুনাফা গত বছরের জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। অম্বানির কথায়, ‘ভারতের ব্রডব্যান্ড বাজারকে পালটে দিচ্ছে জিও।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন