Rahul Gandhi: কৃষকদের দাবি উপেক্ষা করে কর্পোরেটদের ঋণ মকুব - মোদী সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

People's Reporter: মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) মহারাষ্ট্র বিধানসভায় রাজ্যের বিজেপি সরকার জানিয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসে রাজ্যে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন এবং যাদের বেশিরভাগই বিদর্ভ অঞ্চলের।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on
Summary

* মহারাষ্ট্র সরকার রাজ্য বিধানসভায় জানিয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রাজ্যে আত্মঘাতী হয়েছে ৭৬৭ জন কৃষক।

* এই পরিসংখ্যান নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

* কংগ্রেস সাংসদের অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার কৃষকদের দাবি উপেক্ষা করে, কর্পোরেটদের ঋণ মকুব করে।

“একবার ভাবুন তো.. মাত্র ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এটা কি শুধুই একটা পরিসংখ্যান? না। এগুলো ৭৬৭টি ধ্বংসপ্রাপ্ত বাড়ি। ৭৬৭টি পরিবার যারা কখনোই সুস্থ হতে পারবে না। আর সরকার? এই বিষয়ে নীরব। উদাসীনভাবে পুরো বিষয়টাকে দেখছে।” মহারাষ্ট্রের কৃষক আত্মহত্যা নিয়ে বৃহস্পতিবার সকালে এই ভাষাতেই নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরও একবার সরাসরি রাহুল গান্ধীর নিশানায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এদিনের এক্স বার্তায় দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনের স্ক্রিন শট শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল। যে প্রতিবেদন অনুসারে, গত ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। ওই প্রতিবেদন জানাচ্ছে, গত মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) মহারাষ্ট্র বিধানসভায় রাজ্যের বিজেপি সরকার জানিয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসে রাজ্যে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন এবং যাদের বেশিরভাগই বিদর্ভ অঞ্চলের।

মহারাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম ৩ মাসে মহারাষ্ট্রের মারাঠাওয়ারা অঞ্চলের ৮ জেলার মধ্যে বিডে আত্মঘাতী হয়েছেন ৭১ জন কৃষক। ছত্রপতি শম্ভাজীনগরে ৫০ জন, নান্দেডে ৩৭ জন, পারভানিতে ৩৩ জন, ধারাশিবে ৩১ জন, লাতুরে ১৮ জন, হিঙ্গোলিতে ১৬ জন এবং জালনাতে ১৩ জন।

এদিনের এক্স বার্তায় রাহুল গান্ধী বলেন, “কৃষকরা প্রতিদিন ঋণের গভীরে ডুবে যাচ্ছে - বীজের দাম, সার দাম, ডিজেলের দাম.. কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-র কোনও নিশ্চয়তা নেই। যখন তারা ঋণ মকুবের দাবি জানায়, তখন তাদের উপেক্ষা করা হয়। কিন্তু যাদের কোটি কোটি টাকা আছে? মোদী সরকার সহজেই তাদের ঋণ মকুব করে। আজকের খবরটি দেখুন - অনিল আম্বানির ৪৮,০০০ কোটি টাকার SBI "জালিয়াতি"।”

এদিনের এক্স বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, “মোদীজি বলেছিলেন যে তিনি কৃষকদের আয় দ্বিগুণ করবেন - আজ পরিস্থিতি এমন যে খাদ্য সরবরাহকারীর জীবন অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা কৃষকদের হত্যা করছে - নীরবে, কিন্তু ক্রমাগত। আর অন্যদিকে মোদীজি তার নিজস্ব জনসংযোগের দৃশ্য দেখতেই ব্যস্ত।”

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মকরন্দ যাদব পাটিল জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ছত্রপতি শম্ভাজীনগর এবং অমরাবতী অঞ্চলে কৃষক আত্মহত্যা বেড়েছে। এই সময়ে শুধুমাত্র ছত্রপতি শম্ভাজীনগর অঞ্চলেই আত্মঘাতী হয়েছেন ২৬৯ জন কৃষক। ২০২৪ সালের একই সময়কালে যা ছিল ২০৪। অর্থাৎ গত ১ বছরে শুধুমাত্র এই একটি অঞ্চলে কৃষক আত্মহত্যা বেড়েছে ৩২ শতাংশ।

মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে শুধুমাত্র মহারাষ্ট্রে আত্মঘাতী হয়েছেন ২,৬৩৫ জন কৃষক। যার মধ্যে ছত্রপতি শম্ভাজীনগরে আত্মঘাতী হয়েছিলেন ৯৫২ জন।  

Keywords: Rahul Gandhi, Modi government, farmers' protest, corporate loan waiver, Indian politics, farmers demands, Rahul Gandhi news, Modi criticism

ছবি প্রতীকী
Rahul Gandhi: কেন চীন থেকে আমদানি দ্বিগুণ বেড়েছে? - রাহুলের নিশানায় কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া'
ছবি প্রতীকী
Rahul Gandhi: ভোট গিয়েছে চুরি? মহারাষ্ট্রে 'ম্যাচ-ফিক্সিং'-র অভিযোগ রাহুলের, পাল্টা কটাক্ষ বিজেপির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in