Rahul Gandhi: ভোট গিয়েছে চুরি? মহারাষ্ট্রে 'ম্যাচ-ফিক্সিং'-র অভিযোগ রাহুলের, পাল্টা কটাক্ষ বিজেপির

People's Reporter: রাহুল গান্ধী লেখেন, মহারাষ্ট্রে বিজেপি কেন এত মরিয়া ছিল তা বোঝা কঠিন নয়। কিন্তু কারচুপি ম্যাচ ফিক্সিংয়ের মতো।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি সংগৃহীত
Published on

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগে বার বার সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার নিজের এক্স মাধ্যমে মহারাষ্ট্র নির্বাচনে কীভাবে কারচুপি হয়েছে তার ব্যাখা দিলেন তিনি।

শনিবার এক্স মাধ্যমে একটি প্রতিবেদন শেয়ার করেন রাহুল গান্ধী। প্রতিবেদনটি তাঁরই লেখা। একটি পত্রিকার জন্য লিখেছেন তিনি। সেখানে তিনি নির্বাচন 'চুরি' ধাপে ধাপে বুঝিয়েছেন। পোস্টটির ক্যাপশনে কংগ্রেস সাংসদ লেখেন, "কিভাবে নির্বাচন চুরি করা যায়? ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রকে কারচুপি করার ব্লু প্রিন্ট। আমার প্রবন্ধে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি কিভাবে এই ষড়যন্ত্র ধাপে ধাপে রচিত হয়েছিল:

ধাপ ১: নির্বাচন কমিশন নিয়োগের জন্য প্যানেল গঠন করা

ধাপ ২: ভোটার তালিকায় ভুয়ো ভোটার যোগ করা

ধাপ ৩: ভোটদানের শতাংশ বৃদ্ধি করা

ধাপ ৪: ঠিক যেখানে বিজেপিকে জেতাতে হবে সেখানে ছাপ্পা ভোটদানের উপর জোর দেওয়া

ধাপ ৫: প্রমাণ লোপাট।"

তিনি আরও লেখেন, "মহারাষ্ট্রে বিজেপি কেন এত মরিয়া ছিল তা বোঝা কঠিন নয়। কিন্তু নির্বাচনী কারচুপিও ম্যাচ ফিক্সিংয়ের মতো - যে দল প্রতারণা করে তারা ম্যাচ জিতে যায়। কিন্তু এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং জনগণ ফলাফলের উপর আস্থা হারিয়ে ফেলে। সকল শুভবুদ্ধিসম্পন্ন ভারতীয়দের অবশ্যই প্রমাণগুলি দেখতে হবে। নিজেদেরই বিচার করতে হবে। উত্তর চাইতে হবে। কারণ মহারাষ্ট্রের ম্যাচ ফিক্সিং পরবর্তীতে বিহারে আসবে এবং তারপরে যেখানেই বিজেপির মনে হবে তারা হেরে যেতে পারে সেখানেই হবে। ম্যাচ ফিক্সড নির্বাচন যেকোনো গণতন্ত্রের জন্য বিষ।"

যদিও রাহুল গান্ধীর সমস্ত অভিযোগ 'লজ্জাজনক' বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল গান্ধী দেশের প্রতিষ্ঠানগুলিকে অপমান করার জন্য লজ্জাজনক কর্মকাণ্ড করছেন। এই বিষয়গুলি বারবার নির্বাচন কমিশন বিশদে জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে সেখানের ভোটার সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তুলেছিল। রাহুল গান্ধীর অভিযোগ, লোকসভা নির্বাচনের পর এবং বিধানসভা নির্বাচনের আগে - মাঝের ৫ মাসে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ৩৯ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। যা এককথায় অবিশ্বাস্য। কারণ ২০১৯ থেকে ২০২৪ - ৫ বছরে মহারাষ্ট্রে নতুন ভোটার নথিভুক্ত হয়েছিল ৩২ লক্ষ।

প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৩৫টি আসনে বিশাল জয় অর্জন করে। এর মধ্যে বিজেপি ১৩২টি আসন নিয়ে একক বৃহত্তম দল হয়, যেখানে শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত পাওয়ার) যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন পায়। অন্যদিকে, মহাবিকাশ আঘাদি জোটের শিবসেনা (ইউবিটি) পায় ২০টি, কংগ্রেস ১৬টি এবং এনসিপি (শরদ পাওয়ার) পেয়েছিল ১০টি আসন। সমাজবাদী পার্টি ২টি আসনে, জন সূর্য শক্তি ২টি এবং সিপিআইএম সহ অন্যান্যরা ১টি করে মোট ১০টি আসনে জয়ী হয়। যেখানে বিধানসভা নির্বাচনের ৫ মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে এনডিএ জোটের থেকে ভালো ফল করেছিল বিরোধী জোট।

রাহুল গান্ধী
Census: ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা! মোদী জমানায় এটাই প্রথম
রাহুল গান্ধী
Bank Fraud: ৪১ গ্রাহক, ১১০ অ্যাকাউন্ট - কয়েক কোটির প্রতারণায় গ্রেফতার ICICI ব্যাঙ্কের শীর্ষ কর্তা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in