Census: ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা! মোদী জমানায় এটাই প্রথম

People's Reporter: তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২০২৬ সালের অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হচ্ছে জনগণনা। তবে তুষারপাতের জেরে চার রাজ্যে আগামী বছরেই শুরু হবে জনগণনার কাজ। মোদী জমানায় এটাই হতে চলেছে প্রথম জনগণনা।

সরকারি সূত্রকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম বুধবার জানিয়েছে, ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হবে জনগণনা। তবে তুষারপাতের কারণে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২০২৬ সালের অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ।

নিয়মানুয়াযী, প্রতি ১০ বছর অন্তর জনগণনা হওয়ার কথা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। এরপর গত পাঁচ বছর ধরে থমকে রয়েছে প্রক্রিয়া।

যদিও অভিযোগ, ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহে নরেন্দ্র মোদী সরকার আদমশুমারির প্রক্রিয়া শুরুর তৎপরতা দেখায়নি।

সরকারের একটি সূত্র জানাচ্ছে, দুটি পর্যায়ে পুরো প্রক্রিয়া শেষ হবে। এবারের জনগণনায় প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্যও সংগ্রহ হতে পারে। জানা যাচ্ছে, ২০২৮ সালের মধ্যে সামনে আসতে পারে তথ্য।

বর্তমানে জনগণনার কমিশনার পদে রয়েছে মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ। তাঁর মেয়াদ ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র সরকার।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in