

এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে ভোটার তালিকায় একাধিকবার নাম তোলা হয়েছে। কখনও সেই নাম সীমা, কখনও সুইটি, কখনও বা সরস্বতী। এঁরা কমপক্ষে ২২ বার ভোট দিয়েছেন। বুধবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে স্লাইড শো-র মাধ্যমে হরিয়ানার ভোট নিয়ে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ‘হাইড্রোজেন বোমা’র সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিগত কিছুদিন ধরেই ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। তাঁর নিশানায় নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন বিজেপি। বুধবারের সাংবাদিক সম্মেলনে হরিয়ানা প্রসঙ্গে বেশ কিছু তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে ভোটে জালিয়াতির অভিযোগ আনেন। এদিন রাহুল গান্ধী দাবি করেন, ‘হরিয়ানার বিধানসভা ভোটে বড়ো আকারের জালিয়াতি হয়েছে।’
এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন, হরিয়ানায় ২৫ লক্ষ ভুয়ো ভোট পড়েছে। যা রাজ্যের মোট ভোটারের ১২ শতাংশ বলেও তাঁর দাবি। তিনি বলেন, এক ‘সুপরিকল্পিত জালিয়াতি’ করে কংগ্রেসের জয়কে পরাজয়ে বদলে দেওয়া হয়েছে।
বুধবার দিল্লির সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘হরিয়ানায় ভোটারের সংখ্যা ২ কোটি এবং তার মধ্যে ২৫ লক্ষ ভুয়ো। তিনি বলেন, তাঁর টিম হরিয়ানায় ৫ লক্ষ ২১ হাজার এরকম ভোটার পেয়েছে যাদের দু’বার করে তালিকায় নাম আছে। তাঁর দাবি, হরিয়ানায় প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো।
এদিন রাহুল গান্ধী বলেন, সমস্ত এক্সিট পোলে বলা হয়েছিল হরিয়ানায় কংগ্রেস জয়ী হবে। এই প্রথম হরিয়ানায় পোস্টাল ব্যালটের ভোটিং-এর সঙ্গে আসল ভোট মেলেনি। যা আগে কখনও হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কংগ্রেসের জয়কে পরাজয়ে বদলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর এক ভিডিওর উল্লেখ করেন। যেখানে তাঁকে ‘ব্যবস্থা’র কথা বলতে শোনা যায়। রাহুল গান্ধী বলেন, এটা ভোটের দু’দিন পরের ভিডিও, যখন সকলেই বলছিল কংগ্রেস জয়ী হবে।
কংগ্রেস সাংসদের আরও দাবি, বিজেপি কর্মী এবং নেতাদের উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ভোটার হিসেবে নাম তোলা হয়েছে। পালওয়াল জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিজেপি নেতা, যিনি ১৫০ নম্বর বাড়িতে থাকেন, তাঁর বাড়িতে ৬৬ জন ভোটারের নাম আছে। এক ব্যক্তির বাড়ির ঠিকানায় ৫০০ ভোটারের নাম আছে। দলচাঁদ নামের এক বিজেপি নেতা উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ভোটার। মথুরার বিজেপির সরপঞ্চ প্রহ্লাদও একই কাজ করেছেন। সেখানে ভোটারের সংখ্যা হাজারের বেশি।
রাহুল গান্ধীর দাবি, আমরা সব ক্ষেত্রে ক্রস চেক করে দেখেছি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ভারতের মানুষকে মিথ্যা কথা বলছেন।
যদিও রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের পরেই তাঁর আনা সব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হরিয়ানার ৯০ বিধানসভা কেন্দ্র সম্পর্কে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ২২টি নির্বাচন সংক্রান্ত পিটিশন দাখিল হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন