ভোটার অধিকার যাত্রার (Voter Adhikar Yatra) সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনায় বদল আনলো বিহারের মহাজোট (Mahagathbandhan) শিবির। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ভোটার অধিকার যাত্রা শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। ওইদিন পাটনায় এক জনসভা করে যাত্রা শেষ হবার কথা ছিল। যদিও সূত্র অনুসারে বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং আরজেডি বিধায়ক তেজস্বী যাদব (Tejaswi Yadav) এক আলোচনার মাধ্যমে সেই পরিকল্পনায় বদল এনেছেন।
কংগ্রেস সূত্রের খবর অনুসারে, মহাজোট নেতৃত্ব মনে করছেন পাটনায় (Patna) বড়ো সমাবেশ করার বদলে ওইদিন যদি পাটনা জুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’ করা হয় তাতে আরও বেশি মানুষ যোগ দিতে পারবেন এবং যাত্রা পাটনা শহরের অনেকটা অঞ্চল জুড়ে করা যাবে।
জানা গেছে, মহাজোট নেতৃত্ব মনে করছেন, ইন্ডিয়া মঞ্চের (India Platform) সব শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়েছেন। জনসভা হলে আগামী ১ সেপ্টেম্বর তাদের সকলকে আবার পাটনা আসতে হবে। তার পরিবর্তে ওইদিন পাটনা জুড়ে ভোটার অধিকার যাত্রা করা হলে সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ করা সম্ভব হবে।
এর আগে কংগ্রেস-এর সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal) ঘোষণা করেছিলেন, আগামী ১ সেপ্টেম্বর পাটনায় “ভোটার অধিকার জনসমাবেশ”-এর মাধ্যমে ভোটার অধিকার যাত্রার সমাপ্তি হবে। যে সমাবেশে যোগ দেবেন সব বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। ওই সমাবেশে থেকে ‘ভোট চোর’দের বার্তা দেওয়া হবে বলেও জানিয়েছিলেন বেণুগোপাল।
গত ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হওয়া ভোটার অধিকার যাত্রা বুধবার ছিল মুজফফরপুরে। এদিনও বাইক সওয়ারি হয়ে রাহুল গান্ধী ও তেজস্বী যাদব ভোটার অধিকার যাত্রায় শামিল হন। এদিনের যাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও (Priyanka Gandhi Vadra)। তিনি রাহুল গান্ধীর বাইকে আরোহী ছিলেন।
বিহারের ২০টি জেলার প্রায় ১৩০০ কিলোমিটার এলাকা জুড়ে এই ভোটার অধিকার যাত্রা হচ্ছে। মূলত বিহারে নির্বাচনের আগে বিহারের ভোটার তালিকার এসআইআর ঘিরে ওঠা অভিযোগ, রাহুল গান্ধী সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র যে অভিযোগ এনেছেন এবং বিহারের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বক্তব্যই উঠে আসছে ভোটার অধিকার যাত্রায়। এই যাত্রায় রাহুল গান্ধীর দেওয়া ‘ভোট চোর গদি ছোড়’ শ্লোগান ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন