Nitish Kumar: বিহার বিধানসভা ভোটের পরেই নীতিশ কুমারের সম্মানজনক বিদায়? বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

People's Reporter: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে, বিজেপির পক্ষে বিহারের মুখ্যমন্ত্রীত্ব পদের দাবি জানানো সহজ হবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ফাইল ছবি
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ফাইল ছবি গ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* বিহারে নীতিশ কুমারের সম্মানজনক বিদায় কি আসন্ন?

* বিজেপি নেতা অশ্বিনী চৌবে নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন।

* রাজনৈতিক মহলের অনুমান বিধানসভা ভোটের পর এবার মুখ্যমন্ত্রী দাবি জানাবে বিজেপি।

বিহারে কী নীতিশ কুমারকে সরানোর চেষ্টা করছে বিজেপি? আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে সে রাজ্যের রাজনৈতিক মহলে। যদিও বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনের পর সম্মানজনক ভাবেই নীতিশ বিদায় চাইছে বিজেপি। অনুমান করা হচ্ছে, চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি পেশ করবে বিজেপি।   

বিহারের বিশিষ্ট বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রী করা হোক। তিনি আরও জানিয়েছেন, বাবু জগজীবন রামের পর এই পদে তিনি নীতিশ কুমারকে দেখতে চান। তিনি মনে করেন নীতিশকুমার উপ প্রধানমন্ত্রী হলে তা নরেন্দ্র মোদীর হাত শক্ত করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে জাতীয় স্তরের রাজনীতিতে নিয়ে যেতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে, বিজেপির পক্ষে বিহারের মুখ্যমন্ত্রীত্ব পদের দাবি জানানো সহজ হবে। সমঝোতা সূত্র হিসেবে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।

এর মাঝেই জানা গেছে, বিহারের রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন নীতিশ কুমারের ছেলে। সেক্ষেত্রে আগামী দিনে তিনি জনতা দল ইউনাইটেডে মুখ্য ভূমিকা নেবেন। ইতিমধ্যেই নীতিশ কুমারের ছেলে দলে যোগ দিলেই তাঁকে রাজ্য স্তরের কোনও পদ দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে।

যদিও বিজেপি নেতা অশ্বিনী চৌবের করা দাবি সরাসরি খারিজ করে দিয়েছে জেডিইউ। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌র সাম্প্রতিক মন্তব্যকে উদ্ধৃত করা হয়েছে। যেখানে অমিত শাহ জানিয়েছিলেন, বিহারে এনডিএ জোটের সমস্ত দল আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নেতা হিসেবে সামনে রেখেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০২০ বিধানসভা নির্বাচনে জেডিইউ জয়ী হয়েছিল ৪৩ আসনে এবং বিজেপি জয়ী হয় ৭৪ আসনে। যদিও কম আসনে জয়ী হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীত্ব পান নীতিশ কুমার। তবে এবার কোনোমতেই বিজেপি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি নয় বলেই রাজনৈতিক মহলের অভিমত।

অন্যদিকে, সাম্প্রতিক এই বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি। তিনি সম্প্রতি জানিয়েছেন, বিজেপি নীতিশ কুমারকে অপসারিত করতে চেয়েছিল, কারণ বর্তমানে রাজনৈতিকভাবে অকার্যকর। তিনি আরও বলেন, দেখতে থাকুন, এরপর কী কী হয়।

তিনি আরও বলেন, আমাদের নেতা তেজস্বী যাদব বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। নীতিশের ছেড়ে যাওয়া আসনে তেজস্বীই বসবেন, অন্য কেউ নয়।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অন্য এক অংশের মতে, বিজেপি নেতা অশ্বিনী চৌবের বক্তব্যে খুব একটা গুরুত্ব দেবার কিছু নেই। কারণ তিনি নিজেই বিজেপির ওপর ক্ষুব্ধ। তাই বিতর্কিত মন্তব্য করে ভেসে থাকতে চাইছেন। এর আগে তিনি রাজ্যপাল হবার ইচ্ছা প্রকাশ করলেও তাতে সম্মত হয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে অশ্বিনী চৌবেকে মনোনয়ন দেয়নি বিজেপি। যে বক্সার কেন্দ্র থেকে তিনি ২০১৪ এবং ২০১৯-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই বক্সার কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করে মিথিলেশ তিওয়ারীকে। বিগত দুটি লোকসভা নির্বাচনে বক্সার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশ্বিনী চৌবে দু’বারই ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবারের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন আরজেডি প্রার্থী সুধাকর সিং।

বিহারের রাজনীতিতে একাধিকবার শিবির বদল করেছেন নীতিশ কুমার। শেষবার ২০২২ সালের ৯ আগস্ট এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি শিবিরে যোগ দেন। এরপর ২০২৪-এর ২৮ জানুয়ারি তিনি ফের আরজেডি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএ-তে ফিরে যান। বর্তমানে তাঁর দল জেডিইউ কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম প্রধান শরিক। প্রধানত যে দুই দলের ওপর ভিত্তি করে কেন্দ্রের বিজেপি সরকার টিকে আছে তার একটি হল জেডিইউ।

গত লোকসভা নির্বাচনে বিহারে ১৭ এবং ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এবং জেডিইউ ১২টি করে আসনে জয়লাভ করে। এনডিএ-র অন্য শরিকদের মধ্যে এলজেপি (আরভি) ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতে, হ্যাম ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১টিতে জয়লাভ করে। আরএলএম ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ফাইল ছবি
Nitish Kumar: বারবার শিবির পরিবর্তন করে ভুল করেছিলাম, স্বীকার নীতিশ কুমারের
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ফাইল ছবি
"বেকারত্ব, দারিদ্রে বিহার এক নম্বরে কেন?" ডবল ইঞ্জিন সরকারকে নিশানা করে ১৫ প্রশ্ন তেজস্বী যাদবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in