
বারবার রাজনৈতিক শিবির পরিবর্তন করেছেন তিনি। কখনও কংগ্রেস, আরজেডির সঙ্গে হাত মিলিয়েছেন, আবার কখনও এনডিএ-তে। দু'বার এনিডিএ শিবির ছেড়ে যোগ দিয়েছিলেন বিরোধী শিবিরে। এই মুহূর্তে এনডিএ শিবিরে রয়েছেন তিনি। মাঝেমাঝেই তাঁর শিবির বদলের গুঞ্জন শোনা যায় রাজনৈতিক মহলে। এবার তার জন্য প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
রবিবার বাপু অডিটোরিয়ামে সমবায় বিভাগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মঞ্চেই ছিলেন নীতিশ কুমার। সেখানেই বারবার শিবির পরিবর্তন করা নিয়ে ভুল স্বীকার করে পরবর্তীতে আর এই ভুল না হওয়ার আশ্বাস দিয়ে নীতিশ বলেন, "আমি দু'বার ভুল করেছি, কিন্তু এটা আর হবে না"। এরপরেই বিহারের সমবায় খাতে একাধিক সুবিধা প্রদানের জন্য বিশেষ কৃতিত্ব দিয়েছেন অমিত শাহকে। তিনি বলেন, "অমিত শাহের আমলে বিহারে একাধিক প্রকল্প চালু হয়েছে। যা দেশব্যাপী মানুষকে সাহায্য করবে"।
পাশাপাশি এদিনের মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদকে আক্রমণ করে নীতিশ অভিযোগ তোলেন, ২০০৫ সালের আগে রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গিয়েছিল। তাঁর দাবি, 'লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর আমলে বিহারের জনগণ সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতে ভয় পেতেন। কিন্তু আমাদের আমলে সেটার বিপরীত পরিস্থিতি দেখা গেছে।'
নীতিশ জানান, তাঁর সরকারের আমলে জীবিকা প্রকল্পই সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, "স্ব-সহায়তা গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিহার মডেল এখন জাতীয় স্বীকৃতি পেয়েছে"।
উল্লেখ্য, রবিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন অমিত শাহ। তিনি এদিন ভোটমুখী বিহারে একাধিক প্রকল্প উদ্বোধন করেন। অমিত শাহ জানান, বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বেই প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ জোট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা, জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং এনডিএ-এর নেতানেত্রীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন