জীবিত এবং সুস্থ রয়েছেন ৮৯ বছর বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক্স হ্যান্ডেলে খ্যাতিমান এই অর্থনীতিবিদের মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়েছেন অমর্ত্য কন্যা নন্দনা দেব সেন। বরং 'বাবা ভালো আছেন' বলেই তিনি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমেও সেই খবর দেখা যায়। এমনকি সম্প্রতি অর্থনীতিতে নোবলেজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন নিজের এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লেখেন, "মর্মান্তিক খবর। আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগেই প্রয়াত হয়েছেন। আমি বাকরুদ্ধ"। যদিও কেউ কেউ দাবি করেছেন ক্লডিয়া গোল্ডিন-এর নাম দিয়ে চলা এই অ্যাকাউন্টও ভুয়ো।
সেই ট্যুইটের নীচেই অনেকেই লেখেন খবরটি ভুয়ো। আবার কেউ লেখেন, আমরা এইমাত্র তাঁর সাথে কথা বলেছি। তাঁর মৃত্যু হয়নি। আরেকজন লেখেন, অধ্যাপক অমর্ত্য সেন ভালো আছেন এবং সুস্থ আছেন।
নন্দনা দেব সেন নিজের ট্যুইটারে লেখেন, "বাবার শরীর নিয়ে সকলের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা সম্প্রতি কেমব্রিজে দারুণ সময় কাটিয়েছি। তিনি এখন হার্ভার্ডে দুটি কোর্স নিয়ে পড়াচ্ছেন। তিনি আগের মতোই এখনও ব্যস্ত আছেন"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন