* ২০১৮ সালের পর ফের বেতন বাড়ছে সাংসদদের।
* বেতনের পাশাপাশি বাড়ছে দৈনিক ভাতার পরিমাণও।
* বাড়ছে মাসিক পেনশনের পরিমাণও।
বেতন বাড়লো সাংসদদের। বেতনের পাশাপাশি দৈনিক ভাতা এবং পেনসনেও বৃদ্ধি ঘটলো। কেন্দ্রীয় সংসদ বিষয়ক দপ্তরের এক গেজেট নোটিফিকেশনে একথা জানানো হয়েছে। ওই নির্দেশিকা অনুসারে, ১ এপ্রিল ২০২৩ থেকে ধরে সাংসদরা নতুন হারে বেতন পাবেন। এর আগে ২০১৮ সালে সাংসদদের বেতন বৃদ্ধি করা হয়েছিল।
এতদিন পর্যন্ত সাংসদদের বেতন ছিল মাসিক ১ লক্ষ টাকা। কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুসারে এখন থেকে সেই বেতন হতে চলেছে ১ লক্ষ ২৪ হাজার টাকা।
বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সাংসদদের দৈনিক ভাতার পরিমাণও। এতদিন পর্যন্ত সাংসদরা সংসদের অধিবেশন চলার সময় দৈনিক ভাতা পেতেন ২ হাজার টাকা করে। যা এখন থেকে হবে ২ হাজার ৫০০ টাকা।
এর আগে প্রাক্তন সাংসদরা মাসিক ২৫ হাজার টাকা পেনশন পেতেন। নতুন নির্দেশিকা অনুসারে এখন থেকে তা বেড়ে হবে ৩১ হাজার টাকা।
২০১৮ সালের সংশোধনী অনুসারে, সাংসদরা তাদের নিজের জেলার অফিস আপডেট রাখা এবং ভোটারদের সাথে যোগাযোগের খরচ মেটাতে ভাতা হিসেবে ৭০,০০০ টাকা পেতেন। পাশাপাশি, প্রতি মাসে অফিস ভাতা হিসেবে ৬০,০০০ টাকা এবং সংসদীয় অধিবেশন চলাকালীন দৈনিক ভাতা হিসেবে ২০০০ টাকা পেতেন। যা বেড়ে হচ্ছে ২,৫০০ টাকা।
এছাড়াও, সাংসদরা সারা বছরে ফোন এবং ইন্টারনেট ব্যবহারের জন্য ভাতা পান। নিজের এবং তাদের পরিবারের জন্য বছরে ৩৪টি বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান এবং পেশাগতভাবে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যেকোনো সময় প্রথম শ্রেণীর ট্রেন ভ্রমণ করতে পারেন। এছাড়াও সাংসদরা বছরে ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার জলের সুবিধাও ভোগ করেন।
সাংসদদের পাঁচ বছরের মেয়াদে, নয়াদিল্লিতে ভাড়া-মুক্ত আবাসন দেওয়া হয়। এছাড়াও সিনিয়রিটির ভিত্তিতে তাঁদের জন্য হোস্টেল রুম, অ্যাপার্টমেন্ট বা বাংলোর ব্যবস্থা করা হয়। যারা সরকারি আবাসন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তারা মাসিক আবাসন ভাতা পেতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন