BJP-র আমলে সৎ সাংবাদিকতা নিরাপত্তাহীনতায় ভুগছে - সাংবাদিকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত দাবি রাহুল গান্ধীর

People's Reporter: রাহুল গান্ধী বলেন, বিজেপি শাসনকালে, সৎ সাংবাদিকতা ভয় ও নিরাপত্তাহীনতার ভুগছে। যারা সত্য লেখেন, মানুষের পক্ষে কথা বলেন, সরকারকে প্রশ্ন করেন তাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে।
নিহত সাংবাদিক রাজীব প্রতাপ
নিহত সাংবাদিক রাজীব প্রতাপরাজীব প্রতাপের ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

উত্তরাখণ্ডের তরুণ সাংবাদিক রাজীব প্রতাপ-এর অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি এই দাবি জানান।

বুধবারের বার্তায় রাহুল গান্ধী বলেন, “উত্তরাখণ্ডের তরুণ সাংবাদিক রাজীব প্রতাপ-এর নিখোঁজ হওয়া এবং পরবর্তী মৃত্যু কেবল দুঃখজনকই নয়, ভয়াবহও। আমি শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং এই কঠিন সময়ে তাদের পাশে আছি।”

কংগ্রেস সাংসদ আরও বলেন, “বিজেপি শাসনকালে, আজ সৎ সাংবাদিকতা ভয় ও নিরাপত্তাহীনতার ছায়ায় বাস করে। যারা সত্য লেখেন, জনসাধারণের পক্ষে কথা বলেন এবং সরকারকে প্রশ্ন করেন তাদের হুমকি ও হিংসার মাধ্যমে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। রাজীব সিং-এর সাথে জড়িত পুরো ঘটনাটি এমন একটি ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে।”

রাজীব সিং-এর মৃত্যুর তদন্ত দাবি করে তিনি লেখেন, “রাজীব সিং-এর মৃত্যুর তাৎক্ষণিক, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং নিহতের পরিবারের অবিলম্বে ন্যায়বিচার পাওয়া উচিত।”

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক রাজীব প্রতাপ। নিখোঁজ হবার পরের দিনেই তাঁর গাড়ি উদ্ধার করা হয় ভাগীরথী নদী থেকে। এর দশ দিন পর রবিবার জোশিয়ারা ব্যারেজ-এর কাছ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ৩৬ বছর বয়সী সাংবাদিক রাজীব প্রতাপ, জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ‘দিল্লি উত্তরাখণ্ড লাইভ’ পরিচালনা করতেন।

পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা বলে জানানো হলেও নিহতের পরিবারের বক্তব্য এই মৃত্যুর পেছনে অন্য কারণ আছে। কারণ, সম্প্রতি উত্তরাখন্ডের এক হাসপাতাল এবং স্কুল সম্পর্কে ইউটিউবে প্রতিবেদন করার পর থেকেই তার কাছে ওই ভিডিও তুলে নেবার হুমকি দিয়ে ফোন আসছিল। এরপরেই ওই সাংবাদিক নিখোঁজ হয়ে যান এবং দশ দিন পরে তাঁর দেহ উদ্ধার হয়।

ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, অভ্যন্তরীণ আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বুকে, তলপেটে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকরা দাবি করেছেন, সাধারণত দুর্ঘটনা হলে এই ধরণের আঘাত লাগে।

রাজীব প্রতাপের মৃত্যুর তদন্ত দাবি করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এছাড়াও ন্যাশনাল অ্যালায়েন্স অফ জার্নালিস্টস, দিল্লি ইাউনিয়ন অফ জার্নালিস্ট, কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট-এর পক্ষ থেকে দ্রুত তদন্ত করার দাবি জানানো হয়েছে। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন এক এক্স বার্তায় রাজীব প্রতাপের মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে জানিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আশা করি পুলিশের পক্ষ থেকে এই ঘটনার পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্ত করা হবে।

নিহত সাংবাদিক রাজীব প্রতাপ
কন্ঠরোধের চেষ্টা! দুই বর্ষীয়ান সাংবাদিককে সমন পাঠাল আসাম পুলিশ, তীব্র নিন্দায় প্রেস ক্লাব
নিহত সাংবাদিক রাজীব প্রতাপ
নিউজলন্ড্রির মহিলা সাংবাদিকদের কুৎসিত মন্তব্য! হাইকোর্টে তীব্র ভর্ৎসিত অভিজিৎ আইয়ার মিত্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in