ডি গুকেশ এবং পায়েল কাপাডিয়া
ডি গুকেশ এবং পায়েল কাপাডিয়াছবি - সংগৃহীত

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন জগত, ২০২৪ সালে বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন যাঁরা

People's Reporter: ২০২৪ সালে এমন অনেক ঘটনাই ঘটেছে যা বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে। তা ক্রীড়াক্ষেত্রেই হোক বা বিনোদন জগতে। একনজরে সেরকমই কিছু খবর।
Published on

২০২৪ সালে এমন অনেক ঘটনাই ঘটেছে যা বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে। তা ক্রীড়াক্ষেত্রেই হোক বা বিনোদন জগতে। পাশাপাশি ইসরোর সাফল্যও রয়েছে এই বছর। এমন সেরা ৫টি খবর দেখে নেওয়া যাক।

ডি গুকেশ
ডি গুকেশছবি - সংগৃহীত

চলতি বছর ১২ ডিসেম্বর দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতের ডি গুকেশ (Dommaraju Gukesh)। তিনি চিনের ডিং লিরেনকে পরাজিত করে এই খেতাব অর্জন করেন। বিশ্ব দাবার ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব জয় করলেন। ১৪ গেমের শেষে গুকেশের পয়েন্ট দাঁড়ায় ৭.৫ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী লিরেনের পয়েন্ট দাঁড়ায় ৬.৫।

মনু ভাকের
মনু ভাকেরছবি - সংগৃহীত

২০২৪ সালে প্যারিস অলিম্পিকে এয়ার রাইফেল শ্যুটিং-এ ইতিহাস গড়েন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে শ্যুটিং-এ পদক জেতেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেল-র ব্যক্তিগত এবং দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

অনসূয়া সেনগুপ্ত
অনসূয়া সেনগুপ্ত ছবি - অনসূয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল

প্রথম বাঙালী কন্যা হিসাবে কান চলচিত্র উৎসবে নজির গড়লেন অনসূয়া সেনগুপ্ত। পাশাপাশি, প্রথম ভারতীয় হিসাবেও নজির গড়লেন এই বঙ্গ তনয়া। সেরা অভিনেত্রী হিসাবে পেলেন কানের 'Un Certain Regard' বিভাগের পুরস্কার। 'দ্য শেমলেস' ছবিতে অভিনয়ের জন্য এই পুরষ্কার পেলেন বাঙালী কন্যা।

Aditya-L1
Aditya-L1 প্রতীকী ছবি

সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগারেঞ্জ পয়েন্টের 'হেলো অরবিটে' পৌঁছয় আদিত্য-এল১। ওই পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্যই আদিত্য এল-১-কে পাঠানো হয়। পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার।

পায়েল কাপাডিয়া
পায়েল কাপাডিয়াছবি - সংগৃহীত

কান চলচ্চিত্রোৎসবে ‘গ্রাঁ প্রি’ পুরস্কার জেতে পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ ছবিটি। প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই পুরস্কার জেতেন পায়েল কাপাডিয়া।

ডি গুকেশ এবং পায়েল কাপাডিয়া
মনমোহন সিং থেকে রতন টাটা, সীতারাম ইয়েচুরি থেকে জাকির হোসেন... ২০২৪-এ আমরা যে প্রথিতযশাদের হারালাম
ডি গুকেশ এবং পায়েল কাপাডিয়া
BSNL: আবারও স্বেচ্ছাবসর! ৩৫% কর্মী সংখ্যা কমানোর ভাবনা বিএসএনএল-এর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in